বেরোবি শিক্ষক-শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় আটক ১

১১ সেপ্টেম্বর ২০২১, ০৮:৩৮ AM
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বেগম রোকেয়া বিশ্ববিদালয়ের (বেরোবি) শিক্ষক ও শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় রিফাত হোসেন আলফি নামে একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকেলে শহরের উত্তর আশরতপুর এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) ইজার আলী।

তিনি বলেন, আমরা সব আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিশ্ববিদ্যালয় এলাকার নিরাপত্তা নিশ্চিতেও পদক্ষেপ নেয়া হয়েছে।

গত বৃহস্পতিবার পৃথক ঘটনায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন বিশ্ববিদ্যালয়ের জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের শিক্ষার্থী পরাগ মাহমুদ এবং ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক মনিরুজ্জামান মজনু। সে সময় তাদের কাছ থেকে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

শিক্ষার্থী পরাগকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়েছে। আর শিক্ষক মনিরুজ্জামান চিকিৎসা নিচ্ছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।

এ ঘটনার বিচার দাবি করে বৃহস্পতিবার বিকেলেই বেরোবির এক নম্বর গেটের সামনে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে ছিনতাইয়ের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অজ্ঞাতপরিচয় আসামিদের নামে তাজহাট থানায় একটি মামলা দায়ের করলে শুক্রবার পুলিশি অভিযানে গ্রেফতার হন সন্দেহভাজন রিফাত হোসেন আলফি।

তরুণদের জন্য এক কোটি সম্মানজনক কর্মসংস্থান সৃষ্টি করতে চায় …
  • ৩০ জানুয়ারি ২০২৬
৪৭ শতাংয়ের বেশি মানুষ মনে করেন তারেক রহমানই হচ্ছেন পরবর্তী …
  • ৩০ জানুয়ারি ২০২৬
শহর বাঁচাও বুড়িগঙ্গা বাঁচবে
  • ৩০ জানুয়ারি ২০২৬
ডা. শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী বানাতে মানুষ মুখিয়ে আছে: ভ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
মহিলা কলেজের শিক্ষা সফরের বাসে ‘ওয়ান্স এগেইন শেখ হাসিনা-জয়…
  • ৩০ জানুয়ারি ২০২৬
কুবির ‘বি’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার, প্রতি আসনে …
  • ৩০ জানুয়ারি ২০২৬