আমরা আবারও ক্যাম্পাসে ফিরবো

০৮ সেপ্টেম্বর ২০২১, ০৭:০২ PM
ক্যাম্পাসে ফিরে যাওয়ার প্রত্যাশার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

ক্যাম্পাসে ফিরে যাওয়ার প্রত্যাশার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা © টিডিসি ফটো

করোনায় দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের মতো দীর্ঘদিন বন্ধ রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) ক্যাম্পাস। তবে পহেলা সেপ্টেম্বর থেকে সশরীরে স্থগিত পরীক্ষাসমূহ শুরু হওয়ায় শিক্ষার্থীদের মনে আশা জেগেছে।

ক্যাম্পাসে ফিরতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। শিক্ষার্থীদের কথা শুনেছেন দ্যা ডেইলি ক্যাম্পাসের জাককানইবি প্রতিনিধি— জিহাদুজ্জামান জিসান

বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী অনয় দাস বলেন, গত ১৭ মাস যাবৎ এক অমানবিক নিষ্ঠুরতার সাথে বাস করছি। জীবন থেকে করোনা অনেক কিছুই ছিনিয়ে নিচ্ছে, মানসিক বিকারগ্রস্তে পরিণত করছে আমাদের। তাই ভবিষ্যৎ প্রজন্মকে শক্ত করার জন্য, শিক্ষার্থীদের বসিয়ে রেখে অসুস্থতা থেকে বিরত রাখতে বিশ্ববিদ্যালয় খুলে পাঠদান শুরু করা উচিত।

আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী সুরাইয়া ইয়াসমিন জানান, করোনাভাইরাসের কারণে ক্যাম্পাসের সুন্দর জীবনটা বেশিদিন স্থায়ী হলো না। জীবনটা একদম স্থবির হয়ে গেছে। অনলাইন ক্লাসে পড়াশোনার অগ্রগতিও ভালো নয় বললেই চলে। সশরীরে ক্লাস শুরুর মাধ্যমে এ বিষাদসময় জীবন থেকে বের হতে চাই।

ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী শুভ ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ে বন্ধু, বড় ভাই, আপুদের সাথে চায়ের আড্ডা সত্যিই অসাধারণ ছিলো। দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকায় এগুলো এখন শুধুই স্মৃতি। প্রিয় ক্যাম্পাসকে খুব মনে পড়ে। আবারও ফিরতে চাই সেই ক্লাসরুমে, ক্লাস শেষে বন্ধুদের সাথে চায়ের আড্ডায়।

ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শর্মিষ্ঠা ভট্টাচার্য বলেন, করোনার করালগ্রাসে গত দেড় বছরেরও বেশি সময় ধরে ক্যাম্পাস বন্ধ। এতোদিনে স্নাতক দ্বিতীয় বর্ষের শেষদিকে থাকার কথা থাকলেও এখনো প্রথম বর্ষের প্রথম সেমিস্টারে আটকে আছি আমরা। শিক্ষার্থীদের ভবিষ্যত জীবন স্বাভাবিক ও সুস্থ রাখতে বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু করা জরুরী।

বিশ্ববিদ্যালয়ের স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের শিক্ষার্থী ইসমাইল হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ভালো সময়গুলো বন্ধুদের সাথেই কাটে। তাদের সাথে কাটানো সময়গুলো ভোলার মতো নয়। দ্রুত পৃথিবী সুস্থ হোক এবং আমরা আবারো ক্যাম্পাসে ফিরতে পারি- এটাই প্রত্যাশা।

‘তিনি মসজিদের প্রতিষ্ঠাতা, আমি খতিব‘— তারেক রহমানকে উপহার দ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বাড়ি ছেড়ে গেছেন স্ত্রী, অভিমানে দুনিয়া ছাড়লেন স্বামী
  • ৩১ জানুয়ারি ২০২৬
ভারতে বিশ্বকাপ আয়োজনে শঙ্কা, ভেন্যু বদলের গুঞ্জন
  • ৩১ জানুয়ারি ২০২৬
অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ, আবেদন শেষ ৭ ফেব্রুয়…
  • ৩১ জানুয়ারি ২০২৬
এমনও নেতা আছেন ঘুম থেকে উঠেই চাঁদাবাজি শুরু করেন: নাসীরুদ্দ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
সমাবেশ থেকে ফেরার পথে চৌদ্দগ্রামে জামায়াত-শিবির নেতাকর্মীদে…
  • ৩১ জানুয়ারি ২০২৬