সাবেক ছাত্রলীগ সভাপতির স্মরণে ঢাকা কলেজে দোয়া মাহফিল

০৩ সেপ্টেম্বর ২০২১, ০৫:০১ PM

বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা কলেজ শাখার সাবেক সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক প্রয়াত সাইদুল ইসলাম খান পলের স্মরণে ঢাকা কলেজে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷

শুক্রবার (৩ সেপ্টেম্বর) বাদ জুমা ঢাকা কলেজের জামে মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়৷

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুল-উল আলম হানিফ, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, যুবলীগের সহ-সভাপতি মজিবুর রহমান চৌধুরী নিক্সন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, যুবলীগের সংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, বাংলাদের ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে প্রয়াত সাইদুল ইসলাম খান পলসহ ঢাকা কলেজের সাবেক নেতৃবৃন্দ, ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থী শহীদ শেখ কামাল, শেখ জামালসহ ১৫ আগস্টে নিহতদের মাগফেরাত কামনায় দোয়া করা হয়৷

সাইদুল ইসলাম খান পল স্মৃতি সংরক্ষণে ঢাকা কলেজ ছাত্রলীগের যে কোন উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে জানিয়ে লেখক ভট্টাচার্য বলেন, স্বৈরাচারী শাসনামলে শিক্ষাঙ্গনে যে রাজনৈতিক সন্ত্রাস শুরু হয়েছিল সেসব বন্ধে যে সকল নেতৃবৃন্দ জীবনের মায়া ত্যাগ করে সামনে এগিয়ে গিয়েছিলেন সাইদুল ইসলাম খান পল তাঁদের মধ্যে অন্যতম। তিনি আওয়ামী লীগের নিবেদিত প্রাণ কর্মী হিসেবে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়ন করেছেন। তাঁর এই অকাল চলে যাওয়ায় অপূরণীয় ক্ষতি হয়েছে।

উল্লেখ্য, সাইদুল ইসলাম খান পল গত আগস্ট মাসের ২৩ তারিখ রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন৷ তিনি ১৯৮৬ সাল থেকে ১৯৯১ পর্যন্ত ঢাকা কলেজে ছাত্রলীগের সভাপতি ছিলেন।

শেষ হল ছাত্রশিবির আয়োজিত আল-খোয়ারিজমি সায়েন্স ফেস্টের প্রথম…
  • ২৯ জানুয়ারি ২০২৬
নারীদের ক্রীড়ায় অংশগ্রহণ বাড়াতে পল্লবীতে শুরু হল ব্যাডমিন্ট…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামায়াত আমিরের দুদিনের সফরসূচি প্রকাশ
  • ২৯ জানুয়ারি ২০২৬
ক্রিকেটারদের ক্ষতি পুষিয়ে দেওয়ার আশ্বাস সরকারের
  • ২৯ জানুয়ারি ২০২৬
শুটিং দলকে ভারতে যাওয়ার অনুমতির নেপথ্যে যে যুক্তি সরকারের
  • ২৯ জানুয়ারি ২০২৬
প্রথম পডকাস্টে ফ্যামিলি কার্ডের বিস্তারিত তুলে ধরে যা বললেন…
  • ২৯ জানুয়ারি ২০২৬