বশেমুরবিপ্রবিতে উপাচার্য অবরুদ্ধ

০২ সেপ্টেম্বর ২০২১, ০৫:০৪ PM
 উপাচার্য দপ্তরে তালা

উপাচার্য দপ্তরে তালা © টিডিসি ফটো

চাকরি স্থায়ীকরণ এবং বকেয়া বেতন ভাতার দাবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. একিউএম মাহবুবকে অবরুদ্ধ করেছে বিশ্ববিদ্যালয়টির অস্থায়ী কর্মচারীরা।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে উপাচার্য দপ্তরে তালা লাগিয়ে দপ্তরের ভেতরে অবস্থান নেয় প্রায় অর্ধশতাধিক কর্মচারী।

অস্থায়ী কর্মচারী মোহাম্মদ গোলাম রসূল শেখ বলেন, ‘আমরা দীর্ঘদিন যাবৎ বেতন পাচ্ছি না। এখন এতটাই দূরাবস্থায় রয়েছি যে এখন আমরা আমাদের পরিবারের সদস্যদের তিনবেলা খাবারের ব্যবস্থাও করতে পারছি না। আমাদের একাধিকবার সমস্যা সমাধানের আশ্বাস দেয়া হলেও কোনো সমাধান হয়নি। এমনকি আমাদের দশ সদস্যের একটি দল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে গেলেও তারা জানিয়েছে এই কর্মচারী নিয়োগের ক্ষমতা উপাচার্যের রয়েছে।’

এ সময় তিনি আরও বলেন, ‘এর আগেও আমরা একবার উপাচার্যকে অবরুদ্ধ করেছিলাম। ওইসময় সমস্যা সমাধানের আশ্বাস পেয়ে আমরা অবরোধ তুলে নিয়েছিলাম কিন্তু এবারে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই অবস্থােনেই থাকবো।’

এ বিষয়ে উপাচার্য ড. এ.কিউ.এম মাহবুব বলেন, ‘এই কর্মচারীদের যে উপায়ে নিয়োগ দেয়া হয়েছে সেটি বৈধ নয়। আর বিশ্ববিদ্যালয়ে কত সংখ্যক নতুন কর্মচারী নিয়োগ দেয়া যাবে সেটি ইউজিসির মাধ্যমেই নির্ধারিত হয়। আমরা বিষয়টি ইউজিসিকে জানিয়েছি।’

রেকর্ড মাত্রার তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ১৮ জনের মৃত…
  • ২৭ জানুয়ারি ২০২৬
দুধ দিয়ে গোসল করে দলবলসহ জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা
  • ২৭ জানুয়ারি ২০২৬
বগি লাইনচ্যুত, ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ
  • ২৭ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে টাইগার মোমেন গ্রেপ্তার
  • ২৭ জানুয়ারি ২০২৬
ভোটের প্রচারণায় তাসনিম জারার ‘প্রজেক্ট ঢাকা-৯’ ক্যাম্পেইন
  • ২৭ জানুয়ারি ২০২৬
মুক্তিযুদ্ধে সাহসী সাংবাদিকতার জন্য স্মরণীয় মার্ক টালির মৃ…
  • ২৭ জানুয়ারি ২০২৬