জগন্নাথ বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থীরা চাইলে সেপ্টেম্বরেই অনলাইনে পরীক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

শিক্ষার্থীরা চাইলে ডিন ও চেয়ারম্যানদের আলোচনার ভিত্তিতে সেপ্টেম্বর থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনলাইনে পরীক্ষা নিতে পারবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। বুধবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

উপাচার্য বলেন, করোনা মহামারির কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আটকে থাকা সকল বর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষার সময়সূচি ৬ তারিখের সিন্ডিকেট মিটিংয়ের পর ঘোষণা করা হবে। পরে সকল ডিন ও বিভাগীয় চেয়ারম্যানদের সাথে আলোচনা করে ৭ সেপ্টেম্বর পরীক্ষার কর্মসূচি ঘোষণা করা হবে।

তিনি বলেন, অক্টোবরে বিশ্ববিদ্যালয় না খুললে অনলাইনেই পরীক্ষা শুরু হয়ে যাবে। তবে শিক্ষার্থীরা চাইলে ডিন ও চেয়ারম্যানরা আলোচনার ভিত্তিতে আগামী ৭ সেপ্টেম্বরের কর্মসূচি ঘোষণার পরে সেপ্টেম্বর থেকেই অনলাইনে পরীক্ষা নিতে পারবে।

এদিকে, এদিন সকালে পরীক্ষার সময়সূচি ঘোষণা করতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। মানববন্ধনে পরীক্ষার সময়সূচি দেওয়া না হলে আমরণ অনশনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তারা।

উপাচার্য বলেন, পরীক্ষার কর্মসূচি ঘোষণার পর পরীক্ষার প্রস্তুতির জন্য এক মাস সময় দিয়ে অক্টোবর থেকে পরীক্ষা শুরু হবে। এর মধ্যে বিশ্ববিদ্যালয় খুলে দিলে তো ভালো, তা না হলে অনলাইনেই পরীক্ষা শুরু হয়ে যাবে। অনলাইনে পরীক্ষার জন্য শিক্ষার্থীদের প্রস্তুতি নিয়ে রাখতে হবে।


সর্বশেষ সংবাদ