আমি শিক্ষার্থীদের জন্যে বেয়াদব: ছাত্রলীগ সম্পাদক

২৫ আগস্ট ২০২১, ০৫:১৬ PM
জাককানইবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব

জাককানইবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব © টিডিসি ফটো

আগামী ১ সেপ্টম্বর থেকে বিশ্ববিদ্যালয় খুলে সশরীরে পরীক্ষা নেয়ার দাবি জানিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) শাখা ছাত্রলীগ। বুধবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব শিক্ষার্থীদের পক্ষ থেকে উপাচার্য বরারব এ স্মারকলিপি দেয়া হয়।

স্মারকলিপিতে ছাত্রলীগ বলেছে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ অতীতের ন্যায় শিক্ষার্থীদের প্রতিটি যৌক্তিক দাবি আদায়ে সোচ্চার থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কর্মযজ্ঞে জাককানইবি শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা বদ্ধ পরিকর।

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব বলেন, আমরা সবসময় প্রশাসনকে বলেছি, আপনারা শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত নেন। কিন্তু এ পর্যন্ত তাদের কাছে এমন কিছু পাইনি। এটা দুঃখজনক।

পড়ুন: বিশ্ববিদ্যালয় খুলে সশরীরে পরীক্ষা চায় জাককানইবি ছাত্রলীগ

তিনি বলেন, এতোদিন যা হয়েছে, এখন আর শিক্ষার্থীদের প্রশ্নে কোনো ছাড় নেই। অনেক দেখেছেন, দেখতে দেখতে আজ এ পর্যন্ত এসেছেন। এখন আর দেখার সুযোগ নাই। আগামী ১ সেপ্টেম্বর থেকে থেকে যদি পরীক্ষা শুরু না হয় তাহলে কোনো বিভাগীয় প্রধান বিভাগে প্রবেশ করতে পারবে না। আমি বেয়াদব স্যার, শিক্ষার্থীদের জন্যে বেয়াদব।

বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে দেখা করার দেয়া সময় শাখা ছাত্রলীগে সাধারণ সম্পাক রাকিবুল হাসান রাকিবের এ বক্তব্য সামাজিক যোগাযোগমামে ছড়িয়ে পড়েছে। তার এ বক্তব্যকে ঘিরে ব্যাপক প্রশংসা দেখা যাচ্ছে। শিক্ষার্থীরাও তার বক্তব্যকে সমর্থন জানিয়ে শিগগিরই ক্যাম্পাসে ফিরে যাওয়ার দাবি জানিয়েছেন।

তার এ বক্তব্যের সমর্থনে শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থী হাসান শাওন ফেসবুকে লিখেছেন, আমাদের বেয়াদব রাকিব ভাইকে দরকার। জানি না ভাই আপনার উদ্যোগটা বাস্তবায়ন হবে কি না। তারপরও এই রকমভাবে বেয়াদবি করার জন্য আপনাকে আমার পক্ষ থেকে হাজারো সালাম।

রেকর্ড গড়ে অস্ট্রেলিয়াকে হারাল পাকিস্তান
  • ৩১ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের পক্ষে প্রচারণায় কোকোর স্ত্রী
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রিসাইডিং কর্মকর্তাদের নিয়ে বিএনপির গোপন বৈঠক
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের যোগ্যতায় কড়াকড়ি, নির্দিষ্ট অভিজ্ঞ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনে যে ভূমিকায় থাকছে আইনশৃঙ্খলা বাহিনী
  • ৩১ জানুয়ারি ২০২৬
পদ্মায় গোসলে নেমে নিখোঁজ মেরিনের শিক্ষার্থী
  • ৩১ জানুয়ারি ২০২৬