জাতীয় বিশ্ববিদ্যালয়
বিলম্ব ফিসহ অনার্স প্রথম বর্ষের পরীক্ষার ফরম পূরণের সুযোগ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ আগস্ট ২০২১, ০৮:০২ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২১, ০৮:২৫ PM
বিলম্ব ফিসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার ফরম পূরণের সুযোগ দেওয়া হয়েছে। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ–সংক্রান্ত নির্দেশনা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের নিয়মিত ২০১৮-২০১৯, ২০১৭-২০১৮ ও ২০ ২০১৭ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন এবং ২০১৩-২০১৪, ২০১৪-২০১৫ ও ২০১৫-২০১৬ শিক্ষাব শুধুমাত্র প্রমোটেড শিক্ষার্থীরা এফ গ্রেড প্রাপ্ত কোর্সে ২০২০ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার আবেদন ফরম গত ৩০ মে শেষ হয়েছে।
তবে বিভিন্ন কলেজের কিছু সংখ্যক শিক্ষার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিশেষ বিবেচনায় ফরম পূরণের অনুমতি দেওয়া হল। এসব শিক্ষার্থী এক হাজার টাকা বিলম্ব ফি ও অন্যান্য প্রদান সাপেক্ষে নিচের সময় অনুযায়ী ফরম পূরণ, নিশ্চয়ন ও ডাটা এন্ট্রি দেওয়ার সময় নির্ধারণ করা হলো। এরপর কোন অবস্থাতেই ফরম পূরণ ও নিশ্চয়নের সময় বৃদ্ধি করা হবে না বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
আবেদন ফরম পূরণ ও শেষ তারিখ: ১৭ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত;
ডাটা এন্ট্রি নিশ্চয়নের শেষ তারিখ: ১ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত;
সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দেওয়ার শেষ তারিখ: ২ সেপ্টেম্বর বেলা ৪টা পর্যন্ত;
বিবরণী ফরম ও অন্যান্য কাহজপত্র জমাদানের শেষ তারিখ: ৫ সেপ্টেম্বর পর্যন্ত।