কুবিতে পালিত হলো মার্কেটিং ডে

৩১ জুলাই ২০২১, ০৫:০৩ PM
মার্কেটিং ডে উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের আয়োজনে ওয়েবিনার অনুষ্ঠিত

মার্কেটিং ডে উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের আয়োজনে ওয়েবিনার অনুষ্ঠিত © ফাইল ছবি

চতুর্থ বাংলাদেশ মার্কেটিং ডে উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের আয়োজনে ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। বিভাগটির সহযোগী সংগঠন মার্কেটিং ক্লাবের উদ্যোগে শনিবার (৩১ জুলাই) সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত অনলাইন প্ল্যাটফর্ম জুম এ ওয়েবিনারটি অনুষ্ঠিত হয়। মার্কেটিং ডে উদযাপনে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল 'কম্বেটিং ক্রাইসিস'।

মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকারের সভাপতিত্বে এবং মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চতুর্থ বাংলাদেশ মার্কেটিং ডে অর্গানিজিং কমিটির আহবায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান। ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চট্টগ্রাম বিজনেস সার্কেলের প্রধান এ এস এম এনায়েতুর রহিম, অস্ট্রেলিয়ার কার্টিন ইউনিভার্সিটির প্রভাষক ড. ফজলুল কবীর রাব্বানী এবং ডিবিএল সিরামিকসের হেড অব সেলস এন্ড মার্কেটিং এম আবু হাসিব রন। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশের প্রেসিডেন্ট আশরাফ বিন তাজ এবং মার্কেটেল কনসাল্টিং গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও ড. শরিফুল ইসলাম দুলু।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, বর্তমানের যুদ্ধটা জীবাণু ও জীবিকার যুদ্ধ। জীবাণু নিয়ে যেমন অনেক গবেষণা হচ্ছে তেমনি জীবিকার প্রয়োজনে মার্কেটিং নিয়েও অনেক বেশি গবেষণা প্রয়োজন। এ পরিস্থিতিতে মার্কেটারদের কি করনীয় এগুলো নিয়ে রিসার্চের সুযোগ রয়েছে। কারণ করোনার সাথে মানিয়ে নিয়েই আমাদের এগোতে হবে।

ছাত্রদল নেতার ছুরিকাঘাতে নারী ব্যবসায়ীর মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
মামুনুলের শক্তি মোহাম্মদপুরের প্রভাব-প্রতিপত্তি,  ববির আছে …
  • ৩১ জানুয়ারি ২০২৬
সোনার দাম ফের বাড়ল, এবার কত?
  • ৩১ জানুয়ারি ২০২৬
এনএসইউ ইয়েস ক্লাবের ‘এন্ট্রেপ্রেট সিজন ৩’-এর গ্র্যান্ড ফিনা…
  • ৩১ জানুয়ারি ২০২৬
ব্যাংককে নিজের মনে করলে সেবার মান বহুগুণ বাড়বে: ইসলামী ব্যা…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপের বদলে আড়াই কোটি টাকার অদম্য কাপ টুর্নামেন্টের ঘোষ…
  • ৩১ জানুয়ারি ২০২৬