বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি © সংগৃহীত
সশরীরে পরীক্ষার পরিবর্তে অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি (বিডিইউ)। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ের অনুষ্ঠিত সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় অনলাইন পরীক্ষার অনুমোদন দেয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য ও সিন্ডিকেট সভাপতি অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে সভার আয়োজন করা হয়।
সভায় বিডিইউ সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. সুব্রত কুমার অদিত্য এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও সিন্ডিকেট সদস্য সচিব মো. আশরাফ উদ্দিন সশরীরে সভায় উপস্থিত ছিলেন।
এছাড়া অনলাইন প্ল্যাটফর্ম ‘জুমে’ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব ও বিডিইউ সিন্ডিকেট সদস্য মো. মাহবুব হোসেন, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম প্রমুখ সভায় যুক্ত ছিলেন।
সভায় সদস্যরা বিডিইউ শিক্ষার্থীদের চতুর্থ শিল্পবিপ্লব উপযোগী দক্ষ ও যোগ্য জনশক্তিতে রূপান্তর করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির গৃহীত বিভিন্ন কর্মপরিকল্পনার প্রশংসা করেন।
তিনি ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের ডিজিটালি বা অনলাইনে পরীক্ষা নেওয়াকে সমীচীন মনে করেন। সভায় এই বিশ্ববিদ্যালয়টিকে একটি আধুনিক ও মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে সংশ্লিষ্ট সকলের সহায়তা কামনা করেন।