৪টি গার্হস্থ্য অর্থনীতি কলেজ
৪র্থ বর্ষের পরীক্ষা শুরু ৩ জুলাই, রুটিন প্রকাশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ জুন ২০২১, ০৫:৩৮ PM , আপডেট: ২১ জুন ২০২১, ০৬:১৬ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) উপাদানকল্প ৪টি গার্হস্থ্য অর্থনীতি কলেজ শিক্ষার্থীদের ২০১৯ সালের চতুর্থ বর্ষের অনার্স পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে আগামী ৩ জুলাই থেকে এ পরীক্ষা শুরু হবে।
উপাদানকল্প ৪টি গার্হস্থ্য অর্থনীতি কলেজ হল- আজিমপুর গার্হস্থ্য অর্থনীতি কলেজ, বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজ, ন্যাশনাল গার্হস্থ্য অর্থনীতি কলেজ ও ময়মনসিংহ গার্হস্থ্য অর্থনীতি কলেজ।
জানা গেছে, আগামী ৩ জুলাই সকাল ১০টা থেকে এসব পরীক্ষা শুরু হবে। আগামী ১৮ জুলাই শেষ হবে।
এর আগে গত ২৪ মে থেকে এই পরীক্ষা হওয়ার কথা থাকলেও লকডাউন ও সরকারি বিধিনিষেধের কারণে পরীক্ষার স্থগিত ঘোষণা করা হয়।