সেই দুই শিক্ষার্থী ও মায়ের চিকিৎসা ফি মওকুফ করতে স্মারকলিপি

১৬ জুন ২০২১, ০৬:০৯ PM
স্মারকলিপি দিচ্ছেন শিক্ষার্থীরা

স্মারকলিপি দিচ্ছেন শিক্ষার্থীরা © টিডিসি ফটো

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মায়ের চিকিৎসা করাতে এসে হাসপাতাল স্টাফ কর্তৃক আহত দুই শিক্ষার্থী ও তাদের মায়েরচিকিৎসার সব খরচ মওকুফ করতে সম্মিলিতভাবে স্মারকলিপি দিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার বেলা ১১টায় রমেক হাসপাতাল পরিচালক ডা. রেজাউল করিমকে এ স্মারকলিপি দেওয়া হয়। এরপর অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম রব্বানীকেও স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দেয়া স্মারকলিপিতে দাবি জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি স্বাস্থ্য খাতে কার্যকর করতে দ্রুত অপরাধিদের শাস্তির ব্যবস্থা ও মেডিকেলে শতভাগ চিকিৎসা সেবা নিশ্চিত করা। দুই শিক্ষার্থীর চিকিৎসাভার গ্রহণ ও তাদের মায়ের ডায়ালাইসিসের সকল ফি মউকুফ করা। পর্র্বতীতে চিকিৎসা নিতে এসে এমন হেনস্থার স্বীকার না হয় তার যথাযথ ব্যবস্থা করা।

রমেক হাসপাতাল পরিচালক ডা. রেজাউল করিম স্মারকলিপিতে উল্লেখিত দাবির বিষয়ে আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, আমি আহত দুই  শিক্ষার্থী ও তার মাকে দেখতে গিয়েছিলাম। তাদের চিকিৎসায়  কিছু প্রয়োজন হলে হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য, গত শুক্রবার (১১ জুন) সন্ধ্যায় মায়ের চিকিকৎসার জন্য হাসপাতালে এসে কর্মচারী ও দালালদের হাতে মার খেয়ে আহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম রিয়াজ ও তার ছোট ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদ করিম। শিক্ষার্থী হেনস্তার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে শনিবার রংপুর নগরীতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ছাড়াও রংপুর জেলা ও মহানগর জাতীয় ছাত্রসমাজ মানববন্ধন সমাবেশ করেছে। ওই ঘটনার প্রতিবাদ ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল রক্ষার দাবিতে গত সোমবার (১৪ জুন) বিকেলে প্রতিবাদী রংপুরবাসীর ব্যানারে হাসপাতাল অভিমুখে গণপদযাত্রার কর্মসূচি পালন করা হয়।

রিলেটেড সংবাদ: 

অর্থের অভাবে সুচিকিৎসা পাচ্ছে না বিশ্ববিদ্যালয়ের সেই দুই শিক্ষার্থী

রমেকে দুই শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে বেরোবিতে মানববন্ধন

‘শহীদের মায়ের আবেগকে অবমাননা অমানবিক ও নিন্দনীয়’
  • ৩১ জানুয়ারি ২০২৬
জুলাইয়ে শহীদ সাংবাদিক মেহেদির বাবাকে মারধর, অভিযোগ বিএনপির …
  • ৩১ জানুয়ারি ২০২৬
নিজ বাসা থেকে রাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ৩১ জানুয়ারি ২০২৬
ব্যাটারি ও মোবাইল উৎপাদনে শুল্ক কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে: …
  • ৩০ জানুয়ারি ২০২৬
আমাদের শহীদ ও গুম হওয়া বন্ধুরা এই বাংলাদেশই দেখতে চেয়েছে: ফ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্…
  • ৩০ জানুয়ারি ২০২৬