শেষ কর্মদিবসেও ক্যাম্পাসে ছিলেন না ভিসি কলিমউল্লাহ

অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহ
অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহ  © ফাইল ফটো

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহ শেষ কর্মদিবসেও ক্যাম্পাসে অনুপস্থিত ছিলেন। আজ রবিবার (১৩ জুন) তার মেয়াদ চার বছর পূর্ণ হলেও তার আগে থেকেই ঢাকায় বসে অফিস করছিলেন তিনি।

তবে জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিয়েছেন তিনি। বিতর্কিত এ উপাচার্য সর্বশেষ গত বৃহস্পতিবার (১০ জুন) রাত সাড়ে ৩টায় অনলাইনে ক্লাস নিয়ে বিতর্কের জন্ম দেন।  

বিতর্কিত এ উপাচার্যের শেষ দিনে ক্যাম্পাসে মিষ্টি বিতরণ করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। রাত ৮টার দিকে ক্যাম্পাসের ভেতরে মিষ্টি বিতরণ, কুশপুতুল উল্টো করে ঝুলিয়ে রাখা, গণক্রন্দন করে শোক প্রকাশ, আগরবাতি জালিয়ে স্তব্ধ থাকাসহ আতশবাজি ফুটিয়ে আনন্দ প্রকাশ কর্মসূচি পালন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের অধিকার সুরক্ষা পরিষদের আহবায়ক অধ্যাপক ড. মতিউর রহমান বলেন, যোগদানের পর থেকেই নানা রকমের বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। শেষ দিনেও তিনি এলেন না। সমস্ত আইন-কানুন, প্রথাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি নিজের মত করে বিদায় নিলেন। দায়িত্ব হস্তান্তর পর্যন্ত করলেন না। এটি তার অনিয়মেরই অংশ।


সর্বশেষ সংবাদ