১০ আগস্ট থেকে জবিতে সশরীরে পরীক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ১০ আগস্ট থেকে সশরীরে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হবে। ১৮ জুলাইয়ের মধ্যে অনলাইনের মাধ্যমে মিডটার্ম এবং রিভিউ ক্লাস সম্পন্ন করা হবে। এছাড়া এখনও যারা ফরম পূরণের করেনি তাদের ২৯ জুনের মধ্যে ফরম পূরণ সম্পন্ন করতে হবে।

আজ রবিবার (১৩ জুন) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভাশেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদ্দুজ্জামান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আসন্ন কোরবানির ঈদের আগে বিভাগগুলো তাদের মিডটার্ম ও রিভিউ ক্লাস নেবে। পরে আগস্ট মাসে সশরীরে সেমিস্টার ফাইনাল শুরু হবে।

কোন ডিপার্টমেন্টে চাইলে পরীক্ষা নিতে পারবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘‘আগস্ট ছাড়া বিভাগগুলো চাইলেও ঈদের আগে সশরীরে সেমিস্টার ফাইনাল পরীক্ষা নিতে পারবেনা।’’

পড়ুন: জাককানইবিতে সশরীরে চূড়ান্ত পরীক্ষা শুরু

এ বিষয়ে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মন্ডল বলেন, ‘পরিস্থিতি খুব বেশি খারাপ না হলে, আমাদের যে সিদ্ধান্ত হয়েছে এটা বাস্তবায়িত হবে। এর আগে যে সেমিস্টারের পরীক্ষা হবে সশরীরে ঈদের পর এবং ঈদের আগে মিডটার্ম ও অ্যাসাইনমেন্ট হবে। এটার ফরম পূরণ এখনও যারা করেনি তারা ২৯ জুনের মধ্যে এটা সম্পন্ন করবে।’

অনলাইনে মিডটার্ম কীভাবে হবে কত মার্ক্সের এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা সম্পূর্ণ ওই কোর্স টিচার নির্ধারণ করবে। এখানে কারো কোন হস্তক্ষেপ নেই।

পড়ুন: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা শুরু

তিনি বলেন, ‘প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা একসাথেই হবে তবে সেটা প্রথম সেমিস্টারের পরীক্ষা শেষ হবার ১০ দিন বা ১৫ দিন দ্বিতীয় সেমিস্টারের রিভিউ ক্লাস নিয়ে তারপর দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু হবে।’

তিনি আরো বলেন, ‘ঈদের পরে আমরা যখন পরীক্ষা নেবো তখন পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা আয়োজন করবো। আমাদের পরীক্ষাগুলো হবে রোটেশন আকারে। পরীক্ষার আগে সকল ডিন তাদের বিভাগের চেয়ারম্যানদের নিয়ে এটা নির্ধারণ করবে এবং তা শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, ‘‘আটকে থাকা সকল সেমিস্টারের ফাইনাল পরীক্ষা ঈদের পর ১০ আগস্ট থেকে সশরীরে শুরু হবে। এর আগে যাদের এখনও ক্লাস বা মিডটার্ম বাকি আছ তারা ১৮ জুলাইয়ের মধ্যে রিভিউ ক্লাস বা মিডটার্ম সম্পন্ন করবে।’’


সর্বশেষ সংবাদ