কাল খুবিতে ক্লাস নেবেন খালেদ মুহিউদ্দিন
- খুবি প্রতিনিধি
- প্রকাশ: ০৫ জুন ২০২১, ০৭:১৮ PM , আপডেট: ০৫ জুন ২০২১, ০৭:১৮ PM
আগামীকাল রোববার (৬ জুন) খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের আয়োজনে শিক্ষার্থীদের সঙ্গে সাংবাদিতার পেশাগত অভিজ্ঞতা শেয়ার করবেন খালেদ মুহিউদ্দীন। গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
খালেদ মুহিউদ্দীন বর্তমানে জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়চে ভেলের বাংলা বাংলা বিভাগের প্রধান হিসেবে কর্মরত আছেন। ‘গণমাধ্যমের পেশাদারিত্ব ও নৈতিকতা’ বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের এই বিশেষ ক্লাসটি আগামীকাল রবিবার দুপুর ১২টায় (বাংলাদেশ সময়) অনুষ্ঠিত হবে।
আয়োজকদের পক্ষ জানানো হয়েছে, আলোচক প্রথম পর্বে নির্ধারিত বিষয়ে আলোচনা করবেন। দ্বিতীয় পর্বে প্রশ্নোত্তর সেশন পরিচালিত হবে। ক্লাসটি জুম প্ল্যাটফর্মের পাশাপাশি ডিসিপ্লিনের নিউজ পোর্টাল ‘অদম্য বাংলা’র ফেসবুক পেজ অথবা ডিসিপ্লিনের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে।
খালেদ মুহিউদ্দীন দৈনিক প্রথম আলো, আমাদের অর্থনীতি, বিডি নিউজসহ বিভিন্ন প্রথম সারির গণমাধ্যমে দীর্ঘ সময় ধরে সাংবাদিকতার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে প্রচারিত তার ‘আজকের বাংলাদেশ' টকশোটি জনপ্রিয়তার শীর্ষে ছিলো। বর্তমানে তিনি জার্মানভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের বাংলা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
ডয়েচে ভেলেতে সম্প্রচারিত ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশোটি ইতোমধ্যেই দর্শকপ্রিয়তা পেয়েছে। জানা যায়, তিনি বিসিএস প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার (ম্যাজিস্ট্রেট) পদ ছেড়ে দিয়ে সাংবাদিকতায় ফিরে আসেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।