এডুকেশন এন্ড ক্যারিয়ার প্লানেটের নেতৃত্বে জবি শিক্ষার্থী রিতা

নাঈমা আক্তার রিতা
নাঈমা আক্তার রিতা  © সংগৃহীত

এডুকেশন এন্ড ক্যারিয়ার প্লানেট (ইসিপি) এর সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নাঈমা আক্তার রিতা।

১৭ ই মে রাত সাড়ে নয়টায় একটি ভার্চুয়াল সভার মধ্যমে নাঈমা আক্তার রিতার হাতে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাকালীন প্রেসিডেন্টের দায়িত্ব অর্পণ করেন সভার প্রধান অতিথি সাব্বির খান সায়েম ।

ভার্চুয়াল সভায় প্রধান অতিথি ছিলেন স্কুল অব হিডেন ট্যালেন্টস এর সভাপতি সাব্বির খান সায়েম। বিশেষ অতিথি স্বরবর্ণ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট  হাসিবুল হাসান শান্ত। এ ছাড়াও উপস্থিত ছিলেন জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক নাঈমা ফেরদৌস সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সভায় সংগঠক সিফাত রাকার সঞ্চালনায় সভাপতিত্ব করেন এডুকেশন এন্ড ক্যারিয়ার প্লানেটের প্রতিষ্ঠাতা মুহম্মদ সজীব।

সভায় অতিথিরা সোনার বাংলাদেশ গড়ায় বিশ্বমানের শিক্ষা এবং বেকারত্বের অভিশাপ থেকে তরুণ প্রজন্মকে বের করে সুন্দর ক্যারিয়ার নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠনের গুরুত্ব তুলে ধরেন । এসময় তারা এডুকেশন এন্ড ক্যারিয়ার প্লানেটের অনন্য উদ্যেগের প্রশংসা করেন এবং তারা আশা করেন টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সংগঠনটি নিরন্তর কাজ করে যাবে।

আরও দেখুন: হুয়াওয়ে এক লাখ তরুণকে দক্ষ করে তুলতে সহায়তা করবে

দায়িত্ব গ্রহণের পর নিজের অনূভুতি জানিয়ে  রিতা  বলেন, ‘দায়িত্ব বড়ই ভয়ংকর রকমের সুন্দর আকাঙ্ক্ষিত বস্তু। আজ থেকে আমি আপনাদের সেবক। দেশ ও দশের কল্যাণে নিঃস্বার্থভাবে দূর্দান্ত কিছু করাই আমার অঙ্গীকার। আমার এ যাত্রায় আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা একান্ত কাম্য।’

উল্লেখ্য, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও কর্মদক্ষতা বৃদ্ধি করে প্রতিযোগিতাময় বিশ্বে সমান গতিতে এগিয়ে নেওয়ার অঙ্গীকার নিয়ে ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়এডুকেশন এন্ড ক্যারিয়ার প্লানেট ( ইসিপি)। ২০২০ এ সূচনা হলেও চলতি বছরের ২৩ এপ্রিল  বিশ্ববিদ্যালয়ের একঝাঁক  শিক্ষার্থী নিয়ে  সংগঠনটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় ।


সর্বশেষ সংবাদ