বেরোবিতে সভা সমাবেশ নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ

০৭ ফেব্রুয়ারি ২০২১, ০৩:২৬ PM
শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল © টিডিসি ফটো

বাকস্বাধীনতা, মিছিল-মিটিং এবং সমাবেশ বন্ধের প্রতিবাদে ও বিক্ষোভ কর্মসূচী ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। রবিবার (৭ ফেব্রুয়ারি) সকাল এগারোটায় সাধারণ শিক্ষার্থীর ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন পার্কের মোড়ে এ কর্মসূচী পালন করেন তারা।

প্রতিবাদ শেষে উপাচার্যের নিষেধাজ্ঞা ভেঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।

প্রতিবাদ কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, বর্তমান উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ একজন স্বৈরশাসকের মত আচরণ করছেন। বেরোবির ৭৫ একরের সকল জায়গায় আমাদের সমান অধিকার আছে। তিনি নিজেই আইন অমান্য করে চলেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ে ১৪৪ ধারার ন্যায় যে আইন করেছেন তা বাকস্বাধীনতা হরণের শামিল। উপাচার্য মহোদয় যদি অতি দ্রুত উক্ত নিষেধাজ্ঞা তুলে না নেন তাহলে ক্যাম্পাসে তীব্র থেকে তীব্রতর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দেন তারা।

প্রসঙ্গত, গত ৩১ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হওয়া বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ৭৫তম বিশেষ সভায় প্রশাসন ভবন, ভিসির বাংলো, একাডেমিক ভবন এবং শ্রেণিকক্ষের সামনে মিছিল-মিটিং, অবস্থান ধর্মঘট, বিক্ষোভ প্রদর্শন, স্লোগান, বক্তব্য প্রদান ও মৌন মিছিলসহ প্রতিবাদের অংশ হিসেবে তালা লাগিয়ে প্রতিবাদের কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা করা হয়েছে। নোটিশের নির্দেশনা না মানলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।

সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬
শেরপুরে সেই জামায়াত নেতা হত্যার ঘটনায় মামলা
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘শহীদের মায়ের আবেগকে অবমাননা অমানবিক ও নিন্দনীয়’
  • ৩১ জানুয়ারি ২০২৬
জুলাইয়ে শহীদ সাংবাদিক মেহেদির বাবাকে মারধর, অভিযোগ বিএনপির …
  • ৩১ জানুয়ারি ২০২৬
নিজ বাসা থেকে রাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ৩১ জানুয়ারি ২০২৬