করোনার ছুটিতেও মামলা, গ্রেফতার আর বরখাস্তে সরগরম ছিলো বেরোবি

  © টিডিসি ফটো

করোনা মহামারীতেও থেমে থাকেনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নানামুখী আন্দোলন, মামলা, হুমকি, গ্রেফতার, আর বরখাস্তের মতো কার্যক্রম। এতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সকলের অংশগ্রহণ ছিলো দেখার মতো। ফলাফল প্রকাশ, উপাচার্যের অনুপস্থিতি, প্রয়াত স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য, সাংবাদিকসহ বেরোবির শিক্ষার্থীদের পতিতা বলা, প্রধান ফটক নির্মাণ নিয়ে নানা টালবাহানা, স্বাস্থ্যবিধি মেনে ক্লাস-পরীক্ষা নেওয়ার দাবীসহ জাতীয় পতাকা বিকৃতি নিয়ে সারাবছরই বেরোবিতে যেন উত্তেজনা বিরাজ করেছে।

ফলাফলের দাবিতে বিভাগীয় প্রধানের অফিস কক্ষে তালা লাগিয়ে আন্দোলন করেছে জেন্ডার এন্ড ডেভলপমেন্ট স্টাডিজ (জিডিএস) বিভাগের শিক্ষার্থীরা। সেশনজটের কারণে দুই বছর আগেই অনার্স শেষ হওয়ার কথা থাকলেও এখনো শেষ করতে না পারায় আন্দোলনে নামেন ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীরা।

বেরোবি শাখা ছাত্রলীগের একাংশের নেতা শাখা ছাত্রলীগের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের বিগত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক প্রিতম আগারওয়ালকে হত্যাচেষ্টার মামলায় প্রধান আসামি ফজলে রাব্বীকে কারাগারে পাঠায় আদালত।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞাপিত চারটি সহকারী রেজিস্ট্রার পদে নিয়োগ কার্যক্রম স্থগিত করে রুল জারি করে হাইকোর্ট। বিশ্ববিদ্যালয়ের চার কর্মকর্তার রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এনায়েতুর রহীম ও বিচারপতি মোশাররফ হোসেন এর একটি বেঞ্চ এই রুল জারি করেন।

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক জনি পারভীনকে বিভাগের সভাপতির দায়িত্ব দিয়ে অনিয়মের মাধ্যমে প্রমোশন দিতে সাক্ষাতকার সম্পন্ন করারও অভিযোগ উঠে উপাচার্যের বিরুদ্ধে। এমনকি বিভাগের প্লানিং কমিটি নিয়েও উঠেছে নানান প্রশ্ন।

বেরোবি উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ’র নানাবিধ দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নবগঠিত সংগঠন ‘অধিকার সুরক্ষা পরিষদ’। এসময় লিখিত বক্তব্যে উপাচার্য ও রেজিস্ট্রার দিনের পর দিন ক্যাম্পাসে অনুপস্থিত থাকায় চেইন অব কমান্ড ভেঙ্গে পড়ার কথা উল্লেখ করেন। তারা জানান, ৬ অনুষদের ৩টিতে ডিন, সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান, ড. ওয়াজেদ রিসার্চ ইন্সটিটিউটের পরিচালক এর মতো একাধিক গুরুত্বপূর্ণ পদ আঁকড়ে ধরে আছেন উপাচার্য। তিনি একাই অর্ধ শতাধিক কোর্স পড়ানোর দায়িত্ব নিলেও কোনো কোর্স না পড়িয়েই লাখ লাখ টাকা গ্রহণ করেছেন। স্মারকলিপি দিতে গিয়ে উপাচার্যকে না পেয়ে তার দরজায় স্মারকলিপি সেঁটে দিয়ে অভিনব প্রতিবাদও জানিয়েছেন শিক্ষকরা। এমনকি উপাচার্যের উপস্থিতি-অনুপস্থিতির ‘হাজিরা খাতা’ শিরোনামে একটি হাজিরা বোর্ড স্থাপন করে অধিকার সুরক্ষা পরিষদ।

এদিকে, উপাচার্যের নানাবিধ গুণগত ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে ক্রমেই বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে জানিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ‘নব প্রজন্ম শিক্ষক পরিষদ’ আত্মপ্রকাশ করে।

করোনা ভাইরাসের কারণে চলমান ছুটিতে শিক্ষার্থীদের মেস ভাড়া পরিশোধ করার জন্য নোটিশ দেয় রংপুর আশরতপুর চকবাজার মেস মালিক সমিতি। এসময় টাকা ছাড়া কোন শিক্ষার্থী মেসে প্রবেশও করতে পারেননি বলে অভিযোগ তুলে শিক্ষার্থীরা।

সদ্য প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে নিয়ে ফেসবুকে কটূক্তিমূলক স্ট্যাটাস দেয়ায় বাংলা বিভাগের প্রভাষক সিরাজুম মুনিরাকে আটক করে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ। এনিয়ে সেসময় ক্যাম্পাসসহ দেশব্যাপী শুরু হয় নানান আলোচনা সমালোচনা। এরপরেই কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার দায়ে সিরাজুম মুনিরাকে সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এদিকে, তিন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার আসামি হয়ে জামিনে থাকার অভিযোগে তাদেরকে সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তিন কর্মকর্তাকে বহিষ্কার করা হলেও সাংবাদিকরা কেউ কেন্দ্রীয় অফিসে সংবাদ পাঠায়নি মর্মে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়ে কর্মরত যুগান্তর, ইত্তেফাকসহ পাঁচ গণমাধ্যম প্রতিনিধির বিরুদ্ধে অভিযোগ করে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের সংগঠন ‘নবপ্রজন্ম শিক্ষক পরিষদ’। একইসাথে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিক এবং শিক্ষার্থীদের কুলাঙ্গার, পতিতা বলে ফেসবুকে স্ট্যাটাস দেয় তৃতীয় শ্রেণী কর্মচারী খোরশেদ আলম। তিনি বলেন, আমি যা কিছু করেছি (ফেসবুক স্ট্যাটাসে শিক্ষার্থী ও সাংবাদিকদের আপত্তিকর মন্তব্য) অফিসিয়াল প্রসিডিউর মেইনটেইন করেই করেছি। সাংবাদিকদের নিয়ে নব প্রজন্ম শিক্ষক পরিষদের অসাংবিধানিক ও অনৈতিক বিবৃতি এবং শিক্ষার্থী ও সাংবাদিকদের দিয়ে একজন কর্মচারীর মানহানিকর মন্তব্যের বিষয়ে ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ দেয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস)।

এই ঘটনাকে ছাপাতে তড়িঘড়ি করে শিক্ষার্থীদের বহুল প্রত্যাশিত প্রধান ফটকের নকশা প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নকশা প্রকাশের পরেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের সম্মিলিত সমালোচনার মুখে পড়ে অবশেষে নিম্নমানের সেই নকশা বাতিল করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

চেক জালিয়াতির মামলায় অর্থ ও হিসাব শাখার উপ-পরিচালক রিয়াজুল ইসলামের ছয় মাসের জেল ও সাত লাখ টাকা জরিমানা করে রংপুর আদালত। এঘটনায় কর্মকর্তা রিয়াজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পর বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে বেরোবির শিক্ষার্থীরা।

সেশনজটে রেকর্ড গড়ে তুলে সাত বছরেও অনার্স কোর্স শেষ করতে না পারায় বিশ্ববিদ্যালয় দিবসে প্রশাসনিক ভবন অবরোধ করে আন্দোলন করে ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী। ৫ বছরের কোর্স ৯ বছরে হওয়ায় কোনোভাবেই সেশনজট কাটিয়ে উঠতে না পেরে এই আন্দোলন করেন তারা।

মাদক মামলার আসামি হওয়ায় দুই কর্মচারী রসায়ন বিভাগে কর্মরত ল্যাব অ্যাটেনডেন্ট (মেডিকেল অ্যাসিসটেন্ট পদের বিপরীতে) মো. আহাদ আলী এবং অর্থ ও হিসাব দপ্তরের অডিট সেল-এ কর্মরত এমএলএসএস মো. পারভেজকে সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আলমিরা রাখাকে কেন্দ্র করে সহকারী রেজিস্ট্রার (কলা অনুষদ) মোহাম্মদ আলীকে সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে গত ২৪ সেপ্টেম্বর ওই কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।

মহান বিজয় দিবসে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারকে একটি বিকৃত পতাকা নিয়ে ছবি তোলেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় উঠে। এ ঘটনায় ৯ শিক্ষকসহ উপাচার্যের বিরুদ্ধে রংপুর মহানগর পুলিশের তাজহাট থানায় দুটি অভিযোগ দায়ের হয়েছে। পরে উপাচার্যসহ নয় শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। রংপুর মেট্রোপলিটনের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শওকত আলী এ নির্দেশ দেন।

তবে, জাতীয় পতাকা নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে অভিযুক্ত শিক্ষকরা। গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়।


সর্বশেষ সংবাদ