পতাকা বিকৃতির প্রতিবাদে মাঠে নেমেছে বেরোবি শিক্ষকরা

বেরোবি শিক্ষকদের বিক্ষোভ সমাবেশ
বেরোবি শিক্ষকদের বিক্ষোভ সমাবেশ  © টিডিসি ফটো

জাতীয় পতাকা বিকৃত করে বিজয় দিবস উদযাপনের প্রতিবাদে ফুসে উঠেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি)। আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহামুদুল হক বলেন, শিক্ষক নামধারী প্রশাসনিক দায়িত্বে থাকা কিছু শিক্ষকের নেতৃত্বে জাতীয় পতাকাকে অবমাননা করা হয়েছে। আমরা এটা মেনে নিতে পারিনা। ত্রিশ লক্ষ শহীদের রক্তস্রোতে আজ এই পতাকা আমরা অবমাননা হতে দিতে পারি না। যদি আপনারা পতাকাকে মানতে না পারেন এবং ধৃষ্টতা দেখান তাহলে বাংলাদেশে আপনাদের থাকার জায়গা নেই।

ছবিতে দেখা গেছে, বিশ্ববিদ্যালয় অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক ড. আর এম হাফিজুর রহমান সেলিম, বর্তমান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাবিউর রহমান প্রধান, বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. পরিমল চন্দ্র বর্মন, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক শামীম হোসাইন, ইতিহাসের প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক সোহাগ আলী, মার্কেটিং বিভাগের সহকারি অধ্যাপক, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মাসুদুল হাসান, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক রাম প্রসাদ, সহকারী অধ্যাপক কাইয়ুম এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বাসক রহমতউল্লাহ তাদের মতো করে বানানো পতাকা ধরে দাঁড়িয়ে আছেন।

শিক্ষকদের এমন উদযাপনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে মহূর্তেই ছড়িয়ে পড়ে। শিক্ষকদের এমন উদযাপন ফেসবুকে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। ছবিটি শেয়ার করে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহমুদুল হক লিখেছেন, আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে লজ্জিত, কারণ এরা সবাই ‘শিক্ষক’!

বিষয়টি নিয়ে বাংলাদেশ সংবিধান, জাতীয় পতাকা আইন এবং ডিজিটাল আইনে রংপুর মেট্রোপলিটনের তাজহাট থানায় একটি মামলার আবেদন করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকেও ভিন্ন একটি আরেকটি মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

তবে বিকৃত পতাকা নিয়ে বিজয় দিবসে অংশ গ্রহণ করা শিক্ষকদের দাবি, পতাকাটা কে এনেছে সেটাও তারা জানেন না। ছবি তোলার জন্য ডেকেছে এজন্য তারা সেখানে গিয়ে দাঁড়িয়েছেন। এসময় তারা পতাকার দিকে খেয়াল করেননি।

এদিকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে অধিকার সুরক্ষা পরিষদ নামে বিশ্ববিদ্যালয়ের একটি সংগঠন। ঘটনার তদন্ত দাবি করে বিবৃতিতে সংগঠনটি বলেছে, ৪৯তম মহান বিজয় দিবস উপলক্ষে বেগম রেকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহর নির্দেশে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকাকে অবমানার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে অধিকার সুরক্ষা পরিষদ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence