প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্ট্যাটাস, বিশ্ববিদ্যালয় ছাত্রকে শোকজ
- ববি প্রতিনিধি
- প্রকাশ: ০১ নভেম্বর ২০২০, ০৯:৩১ PM , আপডেট: ২৭ ডিসেম্বর ২০২০, ০৫:০৯ PM
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের অন্যতম সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোটবোন শেখ রেহানাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেয়ার অভিযোগে মো. খালিদ হাসান নামে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। খালিদ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী।
আজ রবিবার (১ নভেম্বর) দেয়া শোকজ নোটিশে বলা হয়েছে, এ অভিযোগের ভিত্তিতে কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না; আগামী তিন কর্মদিবসের মধ্যে তা জানতে চাওয়া হয়েছে। এছাড়া বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাশ বলেন, অভিযুক্ত শিক্ষার্থীকে আগামী তিন কর্মদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাছে শোকজের জবাব দিতে বলা হয়েছে।
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. খোরশেদ আলমকে প্রধান করে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি অভিযোগের তদন্ত করবে। কমিটির অপর দুই জন হলেন- কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষক মো. মনজুর আহমেদ এবং আইন বিভাগের শিক্ষক সুপ্রভাত হালদার।
এর আগে ফেসবুকে নানা কটূক্তিমূলক প্রচারণার অভিযোগে গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) খালিদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেয় কয়েকজন শিক্ষার্থী।
এ বিষয়ে ববি শাখা ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম নিলয়ের বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে সবার বাকস্বাধীনতা রয়েছে। কিন্তু খালিদ প্রতিনিয়ত বঙ্গবন্ধু পরিবার ও জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে অবমাননা কর প্রচারণা চালিয়ে আসছিল, তা মেনে নেয়া যায় না। আমরা চাই, বিশ্ববিদ্যালয় প্রশাসন এর সুষ্ঠু বিচার করুক।
প্রসঙ্গত, গত ২৫ সেপ্টেম্ববর খালিদ এমকেএইচএস নামের ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দেন ওই ছাত্র। সেখানে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নিয়ে কটূক্তি করে উল্লেখ করেছেন। এ ঘটনায় ক্যাম্পাসের শিক্ষার্থীরা তার বহিষ্কার দাবি করেছে।