শোক দিবস ‘উদযাপনের’ ঘটনায় কুবিতে তদন্ত কমিটি

  © ফাইল ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভার জন্য প্রস্তুতকৃত ব্যানারে ‘১৫ আগস্ট উদযাপন কমিটি’ লেখার ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এছাড়া ‘জাতীয় শোক দিবস-২০২০’ পালনের জন্য গঠিত কেন্দ্রীয় কমিটিকে কারণ দর্শানোর জন্য নোটিশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

তদন্ত কমিটি গঠনের অফিস আদেশ সূত্রে জানা যায়, জাতীয় শোক দিবসের আলোচনা সভা উপলক্ষে প্রস্তুতকৃত ব্যানারে সঞ্চালকের নামের পরে ‘১৫ আগস্ট উদযাপন কমিটি’ লিখায় সোশ্যাল মিডিয়ায় বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। উদ্ভূত পরিস্থিতি তৈরীর পেছনে কেন্দ্রীয় কমিটির কোনরকম দুরভিসন্ধি কিংবা গাফিলতি ছিলো কিনা তা অনুসন্ধানের জন্য উপাচার্যের নির্দেশক্রমে তদন্ত কমিটি গঠন করা হয়।

তিন সদস্য বিশিষ্ট কমিটির আহবায়ক হলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান। সদস্য সচিব রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের এবং সদস্য হিসেবে রয়েছেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ. কে. এম. রায়হান উদ্দিন।

কারণ দর্শানোর নোটিশ সূত্রে জানা যায়, জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভার প্রস্তুতকৃত ব্যানারে ‘১৫ আগস্ট উদযাপন কমিটি’ অংশের ‘উদযাপন’ শব্দটি সামঞ্জস্যপূর্ণ নয় এবং এতে আলোচনা সভার ভাবগাম্বীর্য নষ্ট হয়েছে বিধায় কেন্দ্রীয় কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে উপাচার্যের নির্দেশক্রমে কারণ দর্শানোর জন্য অনুরোধ করা হয়েছে।

তবে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের জানান, গত ৯ আগস্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ হতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে ‘জাতীয় শোক দিবস-২০২০’ পালনের জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি রশিদুল ইসলাম শেখ এবং এস্টেট শাখার সহকারী রেজিস্ট্রার মোঃ মিজানুর রহমানকে সদস্য সচিব করে যে ১৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সে কমিটি গঠনের অফিস আদেশে ‘১৫ আগস্ট উদযাপন কমিটি’ শব্দ সমূহের উল্লেখ নেই।

এ বিষয়ে জানার জন্য কেন্দ্রীয় কমিটির আহবায়ক রশিদুল ইসলাম শেখের সাথে যোগাযোগ করা হলে তিনি উদযাপন শব্দটি ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করে বিষয়টি তদন্তাধীন থাকায় মন্তব্য করতে রাজি হননি।

উল্লেখ্য, গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের আইডি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল সেমিনারের আমন্ত্রণপত্রের একটি ব্যানার শেয়ার হওয়ার পর থেকে তুমুল সমালোচনার মুখে পড়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনায় বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার পর উপাচার্য দুঃখ প্রকাশ করে ব্যানার পরিবর্তন করেন।


সর্বশেষ সংবাদ