জাতীয় শোক দিবসে কোরআন খতম করবে বরিশাল বিশ্ববিদ্যালয়

১৩ আগস্ট ২০২০, ১০:৩২ PM

© ফাইল ফটো

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শােক দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ আগস্টের সূর্যােদয়ের সাথে সাথে বিধি অনুযায়ি জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয়ের পতাকা ও কালাে পতাকা উত্তালণের মাধ্যমে জাতীয় শোক দিবসের আনুষ্ঠানিকতা শুরু হবে। সকাল ৬.০০ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনায় পবিত্র কোরআন খতম করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এদিন সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সাড়ে ১০ টায় ক্যাম্পাসে বৃক্ষরােপন কর্মসূচির আয়ােজন করা হবে। ১১টায় মন্দিরে বিশেষ প্রার্থনার আয়ােজন এবং সকাল সাড়ে ১১টায় জাতীয় শােক দিবস উপলক্ষে ওয়েবিনার আয়ােজন করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ধানের শীষের বিপক্ষে প্রচারণা, ছাত্রদলের ৮ নেতা বহিষ্কার
  • ২৮ জানুয়ারি ২০২৬
‘ছাত্রশিবির জেগে উঠলে পালানোর জায়গা পর্যন্ত পাবেন না’
  • ২৭ জানুয়ারি ২০২৬
ভোটের আগেই পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা, …
  • ২৭ জানুয়ারি ২০২৬
সমাবর্তনের সামনে শিক্ষার্থীরা, পেছনে শিক্ষকরা— প্রশংসায় ভাস…
  • ২৭ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার গলা টিপে শূন্যে তোলা বিএনপির প্রার্থীর ছেলেকে…
  • ২৭ জানুয়ারি ২০২৬
নির্বাচন যেন অযৌক্তিক নাটকীয়তার মঞ্চে পরিণত না হয়: মাহাদি আ…
  • ২৭ জানুয়ারি ২০২৬