সেই শিক্ষিকা গ্রেফতারে নিন্দা, মুক্তি চাইলেন ২৫ প্রাক্তন শিক্ষার্থী

১৮ জুন ২০২০, ০৬:৩৪ PM
সিরাজুম মুনিরা

সিরাজুম মুনিরা © ফাইল ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষক সিরাজুম মুনিরার গ্রেফতার ও বহিষ্কারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ২৫ জন শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন প্রাক্তন শিক্ষার্থী মোবাশ্বেরা জাহান।

বিবৃতিতে তারা বলেন, আমরা মনে করি স্বাধীনভাবে মত প্রকাশের অংশ হিসেবে যেকোন ব্যক্তি তার নিজস্ব মতামত প্রকাশ করতেই পারে। লেখাটি কারো কাছে গ্রহণযোগ্য না হলে সেটি নিয়ে আলোচনা-সমালোচনা ও যুক্তিতর্ক হতে পারে। যদিও বীরমুক্তিযোদ্ধা প্রয়াত সাবেক মন্ত্রীকে নিয়ে মতামতটি দুঃখজনক। পরে তিনি নিজের ভুল বুঝতে পেরে লেখাটি সাথে সাথে মুছে ফেলেন এবং দুঃখ প্রকাশসহ ক্ষমা চেয়েছেন।

কিন্তু আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করলাম, বেরোবির বিভিন্ন বিভাগের শিক্ষকদের একাংশ ও অতি উৎসাহী কতিপয় শিক্ষার্থী তার ভুলের দুঃখ প্রকাশ ও ক্ষমা চাওয়ার লেখাটি এড়িয়ে গিয়ে বিষয়টিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে দেয়। এমনকি শিক্ষক মুনিরার একান্ত ব্যক্তিগত বিষয়, নিয়োগ ও ছাত্ররাজনীতি নিয়ে অপ্রাসঙ্গিক ও অযৌক্তিক অনেক কথাবার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন।

প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, গত ১৩ জুন শিক্ষক মুনিরার বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন দিনের শোকজ নোটিশ দেয়ার শর্তেও প্রশাসন একই দিনে তার বিরুদ্ধে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে। আমরা এ মামলা ও বহিষ্কারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি অবিলম্বে শিক্ষক সিরাজুম মুনিরার মুক্তি দাবি করছি।

সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬
শেরপুরে সেই জামায়াত নেতা হত্যার ঘটনায় মামলা
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘শহীদের মায়ের আবেগকে অবমাননা অমানবিক ও নিন্দনীয়’
  • ৩১ জানুয়ারি ২০২৬
জুলাইয়ে শহীদ সাংবাদিক মেহেদির বাবাকে মারধর, অভিযোগ বিএনপির …
  • ৩১ জানুয়ারি ২০২৬
নিজ বাসা থেকে রাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ৩১ জানুয়ারি ২০২৬