করোনায় আক্রান্ত খুলনা বিএল কলেজছাত্র, লকডাউন
- যশোর প্রতিনিধি
- প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০, ১১:০৩ PM , আপডেট: ২৮ এপ্রিল ২০২০, ১১:০৩ PM
যশোরের বাঘারপাড়া উপজেলায় খুলনা বিএল বিশ্ববিদ্যালয় কলেজের এক ছাত্রের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনি পৌরসভার মহিরণ স্বর্ণপট্টি এলাকার বাসিন্দা। তিনি গত ২১ মার্চ থেকে বাড়িতে অবস্থান করছিলেন। তার বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
এর আগে গত ২৬ এপ্রিল উপজেলার পশ্চিমা গ্রামের বাসিন্দা ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।
বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, গত ২৫ এপ্রিল জ্বর, সর্দি ও কাশি নিয়ে হাসপাতালে যান ওই যুবক। পরে ২৬ এপ্রিল তার নমুনাসহ আরও চারটি নমুনা পরীক্ষা করতে পাঠানো হয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। মঙ্গলবার সকালে পাওয়া পরীক্ষার প্রতিবেদন অনুযায়ী, শুধু ওই যুবকের নমুনা করোনা পজেটিভ পাওয়া গেছে।
বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ জানান, আক্রান্ত ওই যুবকের বাড়ি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মানুষ সচেতন না হলে আরো ভয়াবহ অবস্থা সৃষ্টি হতে পারে বলে স্থানীয়দের সতর্ক করেছেন ইউএনও।