কুবিতে ডিন নিয়োগ ও কার্যক্রমে উচ্চ আদালতের স্থগিতাদেশ প্রত্যাহার
- কুবি প্রতিনিধি
- প্রকাশ: ১৩ মার্চ ২০২০, ০৩:১৮ PM , আপডেট: ১৩ মার্চ ২০২০, ০৩:৩৩ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজ্ঞান অনুষদের ডিন পদে নিয়োগ এবং ডিন অফিসের কার্যক্রমের উপর উচ্চ আদালতের দেয়া ছয় মাসের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। ডিন নিয়োগে বিশ্ববিদ্যালয়ের আইন লঙ্ঘন করার অভিযোগের বিপক্ষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: আবু তাহেরের আবেদনের প্রেক্ষিতে এ স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। বৃহস্পতিবার চেম্বার বিচারপতি আদালতে শুনানি শেষে এ রায় দেন।
জানা যায়, বিজ্ঞান অনুষদের ডিন নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. সৈয়দুর রহমানের করা রিটের প্রেক্ষিতে বিচারপতি এম এনায়েতুর রহিম এবং বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ গত মঙ্গলবার (১০ মার্চ) ডিন পদে নিয়োগ এবং ডিন অফিসের কার্যক্রমের উপর স্থগিতাদেশ দেন। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে আবেদন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। পরে শুনানি শেষে এ স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন-২০০৬-এর ২২(৫) ধারায় উল্লেখ রয়েছে, ‘ভাইস চ্যান্সেলর সিন্ডিকেটের অনুমোদনক্রমে প্রত্যেক অনুষদের জন্য উহার বিভিন্ন বিভাগের অধ্যাপকের মধ্যে থেকে জ্যেষ্ঠতার ভিত্তিতে পালাক্রমে দুই বছর মেয়াদের জন্য ডিন নিযুক্ত করিবেন।’
স্থগিতাদেশের বিষয়ে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো: আবু তাহের বলেন, আমরা স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করেছি। চেম্বার বিচারপতি স্থগিতাদেশ প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে অধ্যাপক ড. সৈয়দুর রহমানের সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।