বুটেক্সে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এপারেল ইঞ্জিনিয়ারিং ৪১
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ মার্চ ২০২০, ১১:০৩ AM , আপডেট: ০২ মার্চ ২০২০, ১১:০৩ AM
বুটেক্স স্পোর্টস ক্লাব কর্তৃক আয়োজিত সজীব সাগর স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং ৪৩ ব্যাচকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় এপারেল ইঞ্জিনিয়ারিং ৪১ ব্যাচ।
আজ রবিবার দুপুর ১ টায় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে সজীব সাগর স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।ফাইনাল মুখোমুখি হয় টুর্নামেন্টের সেরা দুই দল এপারেল ইঞ্জিনিয়ারিং ৪১ ব্যাচ বনাম ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং ৪৩ ব্যাচ।টানটান উত্তেজনাপূর্ন এই ম্যাচের প্রথমার্ধে দুই দল ই গোলশূন্য থাকে।একের পর এক আক্রমণ-পাল্টা আক্রমণে শুরু হয় দ্বিতীয়ার্ধ। দ্বিতীয়ার্ধের শেষের দিকে দলের হয়ে একমাত্র গোলটি করেন অ্যাপারেলের নাফিস আহমেদ। নাফিস এর করা গোলে ১-০ তে এগিয়ে যায় এপারেল ইঞ্জিনিয়ারিং ৪১ ব্যাচ।শেষ পর্যন্ত এপারেল ১-০ গোলে জয় পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।৫ ডিসেম্বর শুরু হওয়া এই টুর্নামেন্টে ৪১ থেকে ৪৫ তম ব্যাচ পর্যন্ত মোট ৪০ টি দল অংশগ্রহণ করে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী পর্ব অনুষ্ঠিত হয়।
এই পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. আবুল কাশেম,বুটেক্স ছাত্রলীগের সভাপতি নাজমুল আলম সাকিব,আসুকেম লিমিটেডের সিনিয়র ম্যানেজার আল মিরুনী সবুজ সহ আরো অনেকেই।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বুটেক্স ৪৩ ব্যাচের প্রয়াত শিক্ষার্থী সজীব সাগরের আত্মার মাগফেরাত কামনা করেন এবং ভবিষ্যতেও এই টুর্নার্মেন্ট অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
এই টুর্নামেন্টের ম্যান অফ দা টুর্নামেন্ট হয়েছে এপারেল ৪১ ব্যাচের নাফিস,সেরা গোলকিপার ওয়েট প্রসেস ৪৩ ব্যাচের খালিদ,সর্বোচ্চ গোলদাতা এপারেল ৪১ ব্যাচের রাসেল।