অকৃতকার্য পরীক্ষার্থীদের অধ্যক্ষের কক্ষে তালা

২৮ ডিসেম্বর ২০১৯, ০৮:১৫ PM
তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা

তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা © সংগৃহীত

উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় অধ্যক্ষের অফিস ঘেরাও করে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। পাবনার চাটমোহরের ছাইকোলা ডিগ্রি কলেজে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের অভিযোগ অকৃতকার্যদের মধ্যে কয়েকজনকে গোপনে কলেজ কর্তৃপক্ষ ফরমপূরণের সুযোগ দিয়েছে। অন্যরা যোগাযোগ করলে অধ্যক্ষ মো.সাইফুল ইসলাম সরাসরি নাকচ করে দেন। এরপরই শুরু হয় বিক্ষোভ। অফিসে তালা মারা দেখে অধ্যক্ষসহ অন্য শিক্ষকরা কলেজ থেকে বেরিয়ে যান। অধ্যক্ষের কক্ষ ছাড়াও কলেজ গেটে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা।

জানা গেছে, পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় পরীক্ষা দেওয়ার সুযোগ হয়নি কলেজের ৪৫ শিক্ষার্থীর। শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগের দাবিতে শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে তালা দেয়। তবে শিক্ষার্থীদের দাবি পূরনের কোন সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন কলেজের অধ্যক্ষ।

রবিন হোসেন, আসাদুল ইসলাম, সাগর হোসেনসহ বেশ কয়েকজন অকৃতকার্য শিক্ষার্থী জানায়, অধ্যক্ষ স্যারের কাছে শেষ বারের মতো সুযোগ চেয়ে আবেদন করতে গেলে তিনি খারাপ ব্যবহার করেন। পরে বিক্ষোভ হলে অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষকরা কলেজ থেকে পালিয়ে যান।

উপজেলা নির্বাহী অফিসার সরকার মোহাম্মদ রায়হান বলেন, 'বিষয়টি শুনেছি। শিক্ষার্থীদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।'

সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬
শেরপুরে সেই জামায়াত নেতা হত্যার ঘটনায় মামলা
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘শহীদের মায়ের আবেগকে অবমাননা অমানবিক ও নিন্দনীয়’
  • ৩১ জানুয়ারি ২০২৬
জুলাইয়ে শহীদ সাংবাদিক মেহেদির বাবাকে মারধর, অভিযোগ বিএনপির …
  • ৩১ জানুয়ারি ২০২৬
নিজ বাসা থেকে রাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ৩১ জানুয়ারি ২০২৬