এবার বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রে আবরার

২৬ নভেম্বর ২০১৯, ১০:৩৬ AM

এবার বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রে উঠে এসেছে আবরার ইস্যু। যাতে হত্যাকাণ্ড থেকে শুরু করে ছাত্র আন্দোলন, সংশ্লিষ্টদের বহিষ্কার ও বুয়েটে রাজনীতি নিষিদ্ধসহ নানা বিষয় স্থান পেয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম বর্ষ ২য় সেমিস্টার ফাইনালের প্রশ্নে এ চিত্র দেখা গেছে।

প্রশ্নপত্রে উপাচার্যের বক্তব্য সূত্রে লেখা হয়েছে, ‘সরকারদলীয় ছাত্র সংগঠনের কমিটি বিলুপ্ত করতে বলা হয়েছে। এখন আর ভয়ের কিছু নেই, সবাই সাধারণ ছাত্র। যদি কেউ গোপনে ছাত্র রাজনীতি করে তবে বোর্ড অব ডিসিপ্লিনারির মাধ্যমে শাস্তি প্রদান করা হবে।’

পরীক্ষার্থী ফারহানা খানম রূপা জানান, ‘প্রশ্নটি মূলত টোকার ভিত্তিতে সংবাদ লিখন অংশ ছিল। অর্থ্যাৎ লেখাটি এলোমেলা ছিল, সেখান থেকেই ইন্ট্রো, বডি ও উপসংহার টেনে সংবাদ আকারে লিখতে হবে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ প্রশংসা কুড়িয়েছে বলে জানান তিনি।’

বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো. মিনহাজ উদ্দিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এটা একটি বড় সাম্প্রতিক এবং সংবেদনশীল ঘটনা। সে জন্য হয়তো বিশ্ববিদ্যালয়ের মডারেশন কমিটি প্রশ্নপত্রে ঠাঁই দিয়েছে।

তারেক রহমানের জনসভায় মোবাইল চুরি প্রায় ১০০, থানায় জিডি ৭০ জ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
ধর্মের পথে চিত্রনায়িকা বর্ষা
  • ৩১ জানুয়ারি ২০২৬
দৃষ্টি না থাকলেও স্বপ্নের আলোয় এগিয়ে তিন শিক্ষার্থী
  • ৩১ জানুয়ারি ২০২৬
ডিআর কঙ্গোতে কোলটান খনি ধসে দুই শতাধিক নিহত
  • ৩১ জানুয়ারি ২০২৬
দারাজ বাংলাদেশে চাকরি, কর্মস্থল ঢাকা
  • ৩১ জানুয়ারি ২০২৬
এসইউবিতে ‘এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থী উৎসব ২০২৫’: নতুন স্বপ…
  • ৩১ জানুয়ারি ২০২৬