খুবিতে এবার প্রতি আসনের বিপরীতে লড়বে ২৭ জন

  © ফাইল ফটো

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে স্নাতক/স্নাতক(সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদনের সময়সীমা শেষ হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর এ সময়সীমা শেষ হয়।

এ বছর বিশ্ববিদ্যালয়ের চারটি ইউনিটের অধীন আটটি স্কুলের অন্তর্ভূক্ত ২৯টি ডিসিপ্লিনে এক হাজার ২১৭ আসন (মুক্তিযোদ্ধা সন্তান ও উপজাতি কোটাসহ) রয়েছে। এর বিপরীতে ভর্তির জন্য অনলাইনে ৩২ হাজার ৬৩৬ জন আবেদন করেছেন। অর্থাৎ আসন প্রতি ভর্তিচ্ছু পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ২৭ জন।

এ-ইউনিটে আবেদন পড়েছে ১৪ হাজার ৬২৩টি, বি-ইউনিটে আবেদন জমা পড়েছে ১২ হাজার ৫৩৩টি, সি-ইউনিটে আবেদন জমা পড়েছে চার হাজার৩৯৯টি এবং ডি-ইউনিটের আবেদন জমা পড়েছেে এক হাজার ৮১টি।

তবে এক হাজার ২১৭টি আসন ছাড়াও এবার ২৯ ডিসিপ্লিনের প্রত্যেকটিতে দুটি করে বিদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ রয়েছে। আগামী ২ নভেম্বর এ বছর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিন শনিবার সকাল ৮ টা থেকে ৯-৩০ টা পর্যন্ত ‘সি’ ইউনিটের অধীন ব্যাবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘এ’ ইউনিটের অধীন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এবং জীব বিজ্ঞান স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুপুর ১টা ৩০মিনিট থেকে ৩টা পর্যন্ত ‘বি’ ইউনিটের অধীন কলা ও মানবিক স্কুল, সামাজিক বিজ্ঞান স্কুল, আইন স্কুল এবং শিক্ষা স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বিকেল ৪ টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ‘ডি’ ইউনিটের অধীনে চারুকলা স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় এবং আইসিটি সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।


সর্বশেষ সংবাদ