ম্যাসেঞ্জারে কথা কাটাকাটিকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ

২০ সেপ্টেম্বর ২০১৯, ১১:০৪ PM

© টিডিসি ফটো

ম্যাসেঞ্জারে কথা কাটাকাটিকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

ঘটনায় আহত হয়েছেন মাহবুব এবং অনিক মাহমুদ বনি। এরা দুজনই সাবেক সভাপতি মিজানুর রহমান রানার অনুসারী।

নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের একটি সূত্র জানিয়েছে, পূর্বের ম্যাসেঞ্জারে চ্যাট নিয়ে বিনোদপুর বাজারে কথা কাটাকাটি হয় ছাত্রলীগকর্মী সবুজ এবং আকাশের মধ্যে। এসময় হাতাহাতিতে জড়িয়ে পরে তারা। এদের মধ্যে সবুজ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং বহিষ্কৃত ছাত্রলীগ নেতা অনিক মাহমুদ বনির অনুসারী। পরে বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের সামনে এসে সংঘর্ষে লিপ্ত হয় তারা।

এসময় তাদের সাথে যোগ দেয় সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রাজুর অনুসারী সিয়াম ও লিখন। হাতাহাতির এক পর্যায়ে অনিক মাহমুদ বনি এবং মাহবুবকে মেরে আহত করে লিখন।

পরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এসে দু গ্রুপের মধ্যে মীমাংসার চেষ্টা করেন।

ঘটনার বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘ফাস্ট ইয়ারদের মধ্যে দুইগ্রুপে ঝামেলা হয়েছিল।আমরা এসে মীমাংসা করে দিয়েছি।’

নির্বাচনে জামানত কী, কেন বাজেয়াপ্ত করা হয়?
  • ৩১ জানুয়ারি ২০২৬
আইবিএ ও মেডিকেলে ভর্তির সুযোগপ্রাপ্তদের সংবর্ধনা দিল আদমজী …
  • ৩১ জানুয়ারি ২০২৬
এশিয়ান ইউনিভার্সিটির উদ্যাগে ঢাকায় আন্তর্জাতিক কনফারেন্স অন…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনে সারা দেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন থ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
মিয়ানমারে নির্বাচনের সময় জান্তার বিমান হামলায় নিহত অন্তত ১৭০
  • ৩১ জানুয়ারি ২০২৬
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬