বেরোবি ক্যাফেটেরিয়ার নতুন পরিচালকেরও পদত্যাগ

২৬ জুন ২০১৯, ০২:৫৭ PM

© ফাইল ফটো

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাফেটেরিয়ার সদ্য নিয়োগপ্রাপ্ত পরিচালক ও পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহজামান পদত্যাগ করেছেন। গত ২৩ জুন (রোববার) রেজিস্ট্রার দফতরে তিনি এ পদত্যাগপত্র জমা দেন।

জানা যায়, পরিচালককে না জানিয়ে ক্যাফেটেরিয়া লিজ দেয়ার অভিযোগ এনে গত ২০ জুন পদত্যাগ করেন বেরোবি ক্যাফেটেরিয়ার পরিচালক ও পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান গাজী মাজহারুল আনোয়ার। সেদিনই পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহজামানকে ক্যাফেটেরিয়ার নতুন পরিচালকের দায়িত্ব প্রদান করা হয় এবং তিনি ঐ তারিখেই যোগদান করেন।

দায়িত্ব গ্রহণের এক কর্মদিবসের পর গত ২৩ তারিখে তিনি রেজিস্ট্রার দফতরে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্র জমা দেয়ার ব্যাপারে ড. শাহজামান বলেন, গত ২৩ জুন আমি রেজিস্ট্রার দফতরে পদত্যাগপত্র জমা দিয়েছি। ব্যাক্তিগত কারণে আমি পদত্যাগ করেছি।

এব্যাপারে জানতে রেজিস্ট্রার দফতরে গেলে রেজিস্ট্রারকে দফতরে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টাকরা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

নির্বাচনে সারা দেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন থ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
মিয়ানমারে নির্বাচনের সময় জান্তার বিমান হামলায় নিহত অন্তত ১৭০
  • ৩১ জানুয়ারি ২০২৬
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫
  • ৩১ জানুয়ারি ২০২৬
ভাইভায় ধরা পড়ল হাতের লেখার অমিল, নারী প্রার্থীকে বাসা থেকে …
  • ৩১ জানুয়ারি ২০২৬
৫০তম বিসিএসের ২০০ প্রশ্নে ১৭৭ বানান ভুল
  • ৩১ জানুয়ারি ২০২৬