বিজ্ঞান গবেষণায় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষে ঢাবি, ২য় খুবি

বাংলাদেশে বিজ্ঞান গবেষণার নেতৃত্বে থাকা ১৬ প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেছে স্পেনের সিমাগো ল্যাব ও যুক্তরাষ্ট্রের স্কপাস। এতে বাংলাদেশের মধ্যে সামগ্রিকভাবে ৩য় অবস্থানে খুলনা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ থেকে স্থান পাওয়া বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও ২য় অবস্থানে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)।

উদ্ভাবনে বাংলাদেশের মধ্যে ১ নাম্বারে, গবেষণায় ৫ নাম্বারে এবং সামাজিক প্রভাবে ৬ নাম্বারে রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়। তবে সিমাগো ল্যাব ও স্কপাস কর্তৃক প্রকাশিত র‍্যাংকিং প্রকাশ পেয়েছে মূলত- গবেষণা, উদ্ভাবন ও প্রভাব—এ তিনটি বিষয়কে ভিত্তি ধরে।

বিজ্ঞান গবেষণায় বাংলাদেশের শীর্ষ ১৬ প্রতিষ্ঠান:

সারাবিশ্বের মধ্যে ৭২১তম অবস্থানে থেকে সেরা এক হাজার গবেষণা প্রতিষ্ঠানের তালিকায় জায়গা পাওয়া খুলনা বিশ্ববিদ্যালয়ের সুন্দরবন নিয়ে বিভিন্ন ধরনের গবেষণা প্রকল্প রয়েছে। সুন্দরবন সংশ্লিষ্ট অধিকাংশ গবেষণা এই বিশ্ববিদ্যালয় থেকেই করা হয়। পাশাপাশি লবণ সহনশীল ফল গাছের জাত উদ্ভাবন, পাটভিত্তিক সিমেন্ট বন্ডেড পার্টিকেল বোর্ড এবং গলদা ও রুইয়ের সঙ্গে মলা মাছ চাষের মতো বিভিন্ন উদ্ভাবন রয়েছে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের। এর ফলে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের অর্থনীতিতেও এর সামগ্রিক প্রভাব রয়েছে।


সর্বশেষ সংবাদ