সালতামামি ২০২৫

আন্দোলন-সংঘর্ষ ও ছাত্রদলের হামলার ঘটনায় বছরজুড়ে আলোচনায় ছিল তিতুমীর কলেজ

৩১ ডিসেম্বর ২০২৫, ০৭:৫১ PM
তিতুমীর কলেজের ফটক

তিতুমীর কলেজের ফটক © সংগৃহীত

বিশ্ববিদ্যালয় রূপান্তরের আন্দোলন, ছাত্রদল–ছাত্রশিবির সংঘর্ষ, সাংবাদিকদের ওপর ছাত্রদলের ধারাবাহিক হামলা এবং দীর্ঘদিনের অবকাঠামোগত সংকট–২০২৫ সালে সরকারি তিতুমীর কলেজ ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে বছরজুড়ে সবচেয়ে বেশি আলোড়ন তোলে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষ এবং ছাত্রদল কর্তৃক একাধিকবার সাংবাদিকদের ওপর হামলার ঘটনা। এসব ঘটনার প্রভাব কলেজের রাজনৈতিক ও সামাজিক পরিবেশে গভীর ছাপ ফেলে। এই প্রতিবেদনে তুলে ধরা হলো ২০২৫ সালে তিতুমীর কলেজে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলি।

নাট্যপার্বণ ও পিঠাপুলি উৎসব
২০২৫ সালের ২ জানুয়ারি নতুন বছরকে বরণ করে নিতে তিতুমীর কলেজ ক্যাম্পাসে তিতুমীর কলেজ নাট্যদলের আয়োজনে নাট্যপার্বণ ও পিঠাপুলি উৎসব অনুষ্ঠিত হয়। শহিদ বরকত মিলনায়তন প্রাঙ্গণে আয়োজিত এ উৎসবে শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাস মিলনমেলায় পরিণত হয়। একইসঙ্গে কলেজ অডিটরিয়ামে হুমায়ূন আহমেদের ঘেটুপুত্র কমলা চলচ্চিত্রের সংক্ষিপ্ত উপস্থাপনা করা হয়।

বিশ্ববিদ্যালয় আন্দোলন
জানুয়ারি-ফেব্রুয়ারিজুড়ে সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন চালায়। ৭ জানুয়ারি ব্যানার টানিয়ে দাবি জানানো হয়। ২৮ জানুয়ারি ‘শাটডাউন তিতুমীর’ ঘোষণা ও ২৯ জানুয়ারি ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়। দাবি পূরণ না হওয়ায় ২ ফেব্রুয়ারি মহাখালী আমতলী এবং ৩ ফেব্রুয়ারি রেলক্রসিং ও সড়ক অবরোধ করা হয়, ফলে ট্রেন চলাচল বন্ধ ও তীব্র যানজট সৃষ্টি হয়। পরে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে আশ্বাস পেয়ে ৪ ফেব্রুয়ারি শিক্ষার্থীরা সাত দিনের জন্য আন্দোলন স্থগিত করে ক্লাস–পরীক্ষায় ফেরার ঘোষণা দেয়।

সাংবাদিক হেনস্ত: ভিডিও ধারণে বাধা
২০২৫ সালের ১৬ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার দাবিতে গঠিত তিতুমীর ঐক্যের নেতৃত্ব নিয়ে দুই গ্রুপের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। অভিযোগ আছে, ছাত্রদলের এক পক্ষ জোরপূর্বক কমিটি বিলুপ্ত করার চেষ্টা করে এবং লিখিত স্বাক্ষর নেয়। ভিডিও করতে গেলে সাংবাদিক আল-আমিন ও খন্দকার মাহফুজুল ইসলাম হিমেলের ওপর ছাত্রদলের বেশ কয়েকজন সাবেক ও বর্তমান নেতা চড়াও হন। এক নারী সাংবাদিক ভিডিও ধারণের চেষ্টা করলে তাকে ঘিরে ধরে জেরা করা হয় এবং ভিডিও মুছে ফেলতে বাধ্য করা হয়।

প্রথমবারের মতো প্রকাশ্যে ছাত্রশিবির
জুলাই গণঅভ্যুত্থানের পর প্রথমবারের মতো প্রকাশ্যে আসে সরকারি তিতুমীর কলেজে ছাত্রশিবির। ২০২৫ সালের ৩১ জানুয়ারি, কলেজ ছাত্রশিবিরের অফিসিয়াল ফেসবুক পেজের পোস্টে এই তথ্য জানানো হয়।

পরীক্ষায় অংশ না নিয়েও সর্বোচ্চ নাম্বার পান ছাত্রলীগ নেতারা
কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ১৯-২০ সেশনের ছাত্রলীগের পদধারী কিছু নেতা ভাইভা পরীক্ষায় অংশ না নিয়েও সর্বোচ্চ নাম্বার দেওয়া হয়।

সমস্যায় জর্জরিত কেন্দ্রীয় গ্রন্থাগার
কলেজের গ্রন্থাগার দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত। হাজারো শিক্ষার্থীর জন্য পর্যাপ্ত বই, বসার ব্যবস্থা ও আলমারি নেই। চাকরিপ্রত্যাশীদের প্রস্তুতির বইয়ের অভাব উল্লেখযোগ্য, সাহিত্য পাঠেও রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া অন্যান্য লেখকের বই তেমন পাওয়া যায় না। দক্ষ জনবলের ঘাটতি এবং পুরাতন, অযত্নে থাকা ফ্যান ও আলমারির কারণে গ্রন্থাগারের পরিবেশও অপ্রতুল। 

ছাত্রী হোস্টেলে পানির তীব্র সংকট
বনানীতে অবস্থিত  সিরাজ ছাত্রীনিবাসে দিনের অধিকাংশ সময় পানি সরবরাহ বন্ধ থাকে, ফলে ২৪০ জন আবাসিক শিক্ষার্থী চরম দুর্ভোগে পড়েছেন। দিনের বেলায় পানির অভাবে খাবার পানি সংগ্রহ ও টয়লেটের মতো নিত্যপ্রয়োজনীয় কাজও কঠিন হয়ে পড়েছে। 

দুই দশক ধরে বন্ধ ছাত্র সংসদ, তবু ফি আদায় চলছে
দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ থাকলেও শিক্ষার্থীদের কাছ থেকে নিয়মিত ‘ছাত্র সংসদ ফি’ আদায় হচ্ছে। প্রতি বছর প্রায় ৫ হাজার শিক্ষার্থী থেকে ২৫ টাকা করে ফি নেওয়া হয়, যার ফলে কয়েক বছর ধরে লক্ষাধিক টাকা জমেছে। তবে ছাত্র সংসদের কোনো কার্যক্রম বা নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়নি এবং ফান্ডের সুনির্দিষ্ট হিসাব নেই। 

ঝুঁকিপূর্ণ পুরাতন বিজ্ঞান ভবন
কলেজের পুরাতন বিজ্ঞান ভবন শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য আতঙ্কের নাম। জরাজীর্ণ ছাদ, ভাঙা জানালা ও দরজা এবং অনুপযোগী টয়লেটের কারণে শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়ছেন। মাঝে মধ্যেই খসে পড়ে ছাদের পলেস্তারা। বিকল্প ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠ গ্রহণ করছেন শিক্ষার্থীরা। 

হিসাবরক্ষক ও ক্যাশিয়ারের বিরুদ্ধে ২৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
কলেজের তহবিল থেকে প্রায় ২৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক হিসাবরক্ষক এবং বর্তমান ক্যাশিয়ারের বিরুদ্ধে। কলেজের নতুন অধ্যক্ষ দায়িত্ব গ্রহণের পর হিসাব পরীক্ষা করতে গিয়ে তহবিলের গরমিল খুঁজে পান এবং অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠান।কলেজের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, তহবিল আত্মসাতের সঙ্গে আরও কয়েকজন সাবেক ও বর্তমান প্রভাবশালী শিক্ষকের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। বিষয়টি তদন্তাধীন।

সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা
২০২৫ সালের ২৬ মে কলেজের হল খুলে দেওয়া ও সিট বরাদ্দের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় তিতুমীর কলেজ ছাত্রদল। এ ঘটনায় একাধিক শিক্ষার্থী আহত হন। হামলার সময় ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকরাদের  মোবাইল কেড়ে নেওয়া এবং ভিডিও মুছে ফেলার পাশাপাশি জিহ্বা ছিঁড়ে ফেলার হুমকিও দেওয়া হয়। এ সময় ছাত্রদলের হামলায় গুরুতর আহত হন ডেইলি ক্যাম্পাসের নিজস্ব প্রতিবেদক ও কলেজ সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক আমান উল্ল্যাহ আলভি। 
 
শহীদ মামুন হলে সিট বরাদ্দ: ছাত্রদলকে সুবিধা প্রদানের অভিযোগ
কলেজের শহীদ মামুন হলের সিট বরাদ্দের তালিকা প্রকাশের পর বিতর্ক সৃষ্টি হয়। শিক্ষার্থীদের অভিযোগ, মেধার ভিত্তিতে নয়, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে সিট বরাদ্দ দিয়েছে কলেজ প্রশাসন। ছাত্রদলের কয়েকটি গ্রুপ অধিকাংশ সিট পেয়েছে। ছাত্রদলের সূত্র জানায়, সদস্য সচিব সেলিম রেজার গ্রুপ পেয়েছে ১২০টি, আহ্বায়ক ইমাম হোসাইন ৮০টি, আরিফ মোল্লা ৪৫টি ও হামদে রাব্বি আকরাম ১৫টি সিট। 

ছাত্রদলের সদস্য ফরম বিতরণ
২০২৫ সালের ২৩ জুন কলেজের শিক্ষার্থীদের মধ্যে সদস্য ফরম বিতরণ করে  ছাত্রদল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

শহীদ মামুন ছাত্রাবাস উদ্বোধন
২০২৫ সালের ১ জুলাই দশ তলা বিশিষ্ট নবনির্মিত শহিদ মামুন ছাত্রাবাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দিন আহমেদ। 

ছাত্রদল নেতার উদ্যোগে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন
সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ ও নিরাপদ খাবার পানির ব্যবস্থা নিশ্চিত করতে আধুনিক পানির ফিল্টার স্থাপন করেন শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নোবেল ইসলাম সূর্য।

ব্যানার টানানোকে কেন্দ্র করে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ
২২ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে কলেজের মূল ফটকের সামনে ব্যানার টানানোকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। নবীন শিক্ষার্থীদের আগমন উপলক্ষে ছাত্রশিবির ক্যাম্পাসে ব্যানার টানালে ছাত্রদলের নেতাকর্মীরা তা ছিঁড়ে ফেলে। পরে শিবিরের নেতাকর্মীরা পুনরায় ব্যানার টানানোর উদ্দেশ্যে ক্যাম্পাসে প্রবেশ করলে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। 

সাংবাদিকদের ওপর ছাত্রদলের বর্বর হামলা
ছাত্রদল এবং ছাত্রশিবিরের সংঘর্ষের সময় সংবাদ সংগ্রহের জন্য উপস্থিত সাংবাদিকদের ওপর হামলা চালায় কলেজ শাখা ছাত্রদল। ছাত্রদলের হামলায় তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের রিপোর্টার তাওসিফ মাইমুন এবং সমিতির সদস্য মো. আল আমিন ও সহযোগী সদস্য সাদিকুল ইসলাম আহত হন। হামলায় জড়িত ছিলেন কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসেন, সদস্য সচিব সেলিম রেজা ও যুগ্ম আহ্বায়ক আরিফ মোল্লার অনুসারীরা।

মানববন্ধনে সাংবাদিকদের ওপর ছাত্রদলের পুনরায় হামলা
কলেজ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদক তাওসিফ মাইমুনের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে পুনরায় হামলা চালায় কলেজ শাখা ছাত্রদল। মানববন্ধনের সময় ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসেনের নেতৃত্বে মিছিলটি প্রধান ফটকের সামনে এসে উপস্থিত সাংবাদিকদের ধাক্কা দিয়ে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করে। এ ঘটনায় বেশ কয়েকজন সাংবাদিক আহত হন।

এসব আলোচিত ঘটনার পাশাপাশি  বছরজুড়েই নানা আলোচনা ও সমালোচনার কেন্দ্রে ছিল সরকারি তিতুমীর কলেজ। ক্যাম্পাসকেন্দ্রিক ইস্যুর পাশাপাশি দেশের সামগ্রিক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিতেও শিক্ষার্থীরা ছিল সরব। বিভিন্ন সময়ে তারা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে সন্ত্রাস, গুম, খুনসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিচার দাবি জানায়। শিক্ষার্থীদের এসব কর্মসূচির মাধ্যমে ক্যাম্পাসের প্রতিবাদী চেতনা ও নাগরিক সচেতনতার প্রকাশ ঘটতে থাকে, যা পুরো বছরজুড়ে তিতুমীর কলেজকে আলোচনায় রাখে।

নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজি, রাজধানীতে ভবনে আগুন
  • ০১ জানুয়ারি ২০২৬
‘ম্যাচ জেতানো মানুষ হতে চাই, বাংলাদেশে অতিথিপরায়ণতাও দারুণ’
  • ০১ জানুয়ারি ২০২৬
নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্…
  • ০১ জানুয়ারি ২০২৬
পদত্যাগের আগেই এনসিপির গ্রুপ থেকে বের করে দেয়া হয় তাসনিম জা…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
‘এর চেয়ে বিকট আওয়াজ আর আগুন তোমাকে দিশেহারা করার অপেক্ষায়’
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বছর শেষে দুঃসংবাদ পেলেন এমবাপে
  • ৩১ ডিসেম্বর ২০২৫