শেরপুর সরকারি কলেজের নতুন উপাধ্যক্ষের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময়

শেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. আক্রাম হোছাইনকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন শেসকসাসের নেতারা
শেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. আক্রাম হোছাইনকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন শেসকসাসের নেতারা  © টিডিসি

শেরপুর সরকারি কলেজের নবাগত উপাধ্যক্ষ অধ্যাপক মো. আক্রাম হোছাইনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে শেরপুর সরকারি কলেজ সাংবাদিক সমিতির (শেসকসাস) নেতারা। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে কলেজ ক্যাম্পাসে সাংবাদিক সমিতির পক্ষ থেকে নবাগত উপাধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় সাংবাদিকদের সঙ্গে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে অধ্যাপক মো. আক্রাম হোছাইন বলেন, শেরপুর সরকারি কলেজের শিক্ষা ও প্রশাসনিক মানোন্নয়নে তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কাজ করতে চান। এ ক্ষেত্রে গঠনমূলক সাংবাদিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার পাশাপাশি সাংবাদিকদের সহযোগিতায় কলেজের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা সম্ভব হবে।

মতবিনিময় সভায় শেরপুর সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি আরফান আলী, সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন বাবু, সহসভাপতি মোরাদ হোসেন (চাঁন), সাংগঠনিক সম্পাদক মো. জসিম মিয়া, প্রচার সম্পাদক মুবতাসিমুর রহমান সাদিক এবং সদস্য আব্দুল আলিম উপস্থিত ছিলেন।

এ সময় সাংবাদিক সমিতির নেতারা কলেজের সার্বিক উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে গঠনমূলক সহযোগিতার আশ্বাস দেন।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!