নজরুল বিশ্ববিদ্যালয়

৬ দাবিতে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ সাদা দলের শিক্ষকদের

২৪ নভেম্বর ২০২৫, ০২:৫৮ PM , আপডেট: ২৪ নভেম্বর ২০২৫, ০২:৫৮ PM
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় © সংগৃহীত ও সম্পাদিত

শিক্ষক নিয়োগে স্বচ্ছতা, জুলাই আন্দোলনে বাধাদানকারীদের শাস্তি প্রদান এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনে জবাবদিহিতা নিশ্চিতসহ ৬ দফা দাবি জানিয়েছে ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’। রবিবার (২৩ নভেম্বর) সংগঠনটির প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সঙ্গে সাক্ষাৎ করেন।

উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাতে তারা বিভিন্ন বিষয়ে লিখিত প্রস্তাবনা জমা দেন এবং দীর্ঘসময় ধরে আলোচনা করেন। প্রস্তাবনায় উল্লেখ করা হয়, জুলাই আন্দোলনে বাধাদানকারীদের দ্রুত শাস্তির আওতায় আনা এবং ছাত্র সংসদ নির্বাচন বাস্তবায়ন, শিক্ষক–কর্মকর্তা–কর্মচারীদের প্রাপ্যতা অনুযায়ী পদোন্নতি নিশ্চিত এবং বিগত সময়ে বঞ্চিতদের মূল্যায়নের দাবি জানান।

পাশাপাশি যে সব শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী পদোন্নতির জন্য আবেদন করেছেন এবং এরই মধ্যে যারা প্ল্যানিং কমিটি দ্বারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন, আগামী সিন্ডিকেটের পূর্বে তাদের আপগ্রেডেশন বোর্ড সম্পন্ন করা এবং উচ্চতর পদের বিপরীতে যে সমস্ত শিক্ষক নিয়োগ দেওয়া আছে তাদেরকে আগামী সিন্ডিকেটে স্থায়ী করা।

এছাড়া প্রভাষক পদে নিয়োগের ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র-ছাত্রীদের যথাযথ মূল্যায়ন করা, বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকা পদের অতিরিক্ত নিয়োগ না দেওয়া এবং নিয়োগ পদ্ধতিতে গুণগত পরিবর্তন এনে মেধাবী প্রার্থী নির্ধারণে স্বচ্ছতা আরো বৃদ্ধি করা, সাইবার বুলিং বা মিডিয়া ট্রায়াল বন্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক আইনি ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। পাশাপাশি, প্রযোজ্য ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় আইন ও বিধি সংস্কারের উদ্যোগ নেয়া এবং বিশ্ববিদ্যালয়ের বাজেট বৃদ্ধিকরণে সচেষ্ট হওয়ার বিষয়েও স্মারকলিপিতে উল্লেখ করা হয়। 

আরও পড়ুন : সচিবদের সঙ্গে বসছে পে কমিশন, আলোচনা হতে পারে যেসব বিষয়ে

সাক্ষাতের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এবং সিএসই বিভাগের অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম বলেন, মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশি জাতীয়তাবাদ ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন 'সাদা দলের' পক্ষ থেকে আমরা আজ উপাচার্যের সাথে সাক্ষাৎ করেছি। সেখানে বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি আমরা ৬ টি বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছি।

এছাড়াও সাক্ষাৎকারের সময় সাদা দলের প্রতিনিধিদের মধ্যে ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স), হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. রাজু আহমেদ।

এছাড়াও রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাদা দল কর্মকর্তাদের পক্ষ থেকেও ৬টি দাবি জানিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের আপগ্রেডেশন নীতিমালা দ্রুততার ভিত্তিতে সংশোধন, জুলাই অভ্যুত্থানে বাধাদানকারী কর্মকর্তাদের বিষয়ে পদক্ষেপ গ্রহণ এবং কর্মকর্তাদের প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতিসংক্রান্ত 'তদন্ত কমিটির সাচিবিক দায়িত্ব' থেকে বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মো. আমিনুল ইসলামকে অপসারণের দাবি জানানো হয়।

গণতন্ত্রের পথকে বাধাগ্রস্ত করতে কেউ কেউ বিতর্ক সৃষ্টি করছে
  • ১৭ জানুয়ারি ২০২৬
এসএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন শেষ ২০ জানুয়ারি
  • ১৭ জানুয়ারি ২০২৬
নেত্রকোনা-৪ আসনে প্রার্থিতা প্রত্যাহার করলেন বাবরের স্ত্রী
  • ১৭ জানুয়ারি ২০২৬
এআইইউবি পরিদর্শন করেছে যুক্তরাজ্যের বার্মিংহাম সিটি ইউনিভার…
  • ১৭ জানুয়ারি ২০২৬
‘পাহাড়ের খেলোয়াড়দের সঠিক নার্সিং হলে জাতীয়-আন্তর্জাতিক পর্য…
  • ১৭ জানুয়ারি ২০২৬
ঢাকার বিদায়ে নিশ্চিত হলো প্লে-অফের ৪ দল
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9