নজরুল বিশ্ববিদ্যালয়ে আইন ও বিচার বিভাগের নতুন প্রধান সহকারী অধ্যাপক আসাদুজ্জামান

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আইন ও বিচার বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন সহকারী অধ্যাপক মো. আসাদুজ্জামান
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আইন ও বিচার বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন সহকারী অধ্যাপক মো. আসাদুজ্জামান  © টিডিসি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আইন ও বিচার বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন সহকারী অধ্যাপক মো. আসাদুজ্জামান (নিউটন)।

বুধবার (১৫ অক্টোবর) উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন-২০০৬ এর ধারা ২৪-এর উপধারা (৩) মোতাবেক ১০ অক্টোবর ২০২৫ তারিখ থেকে যোগদান প্রক্রিয়ার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মো. আসাদুজ্জামানকে আইন ও বিচার বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। দায়িত্ব পালনকালে তিনি ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন বলে আদেশে উল্লেখ করা হয়।

এ বিষয়ে আসাদুজ্জামান বলেন, ‘আইন ও বিচার বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য বড় দায়িত্বও বটে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যে আমাকে এই দায়িত্বের জন্য উপযুক্ত মনে করেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। আমি বিশ্বাস করি, সমন্বিত প্রচেষ্টা, শিক্ষার্থীদের একাডেমিক আগ্রহ এবং শিক্ষকদের আন্তরিক সহযোগিতার মাধ্যমে আমাদের বিভাগকে আরও অগ্রসর করা সম্ভব।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার মানোন্নয়ন, গবেষণার পরিবেশ তৈরি এবং শিক্ষার্থীদের নৈতিক ও পেশাগত বিকাশে কাজ করাই হবে আমার মূল লক্ষ্য। পাশাপাশি বিভাগীয় কার্যক্রমে স্বচ্ছতা ও আন্তঃসম্পর্ক বৃদ্ধি করে আমরা একটি উদাহরণযোগ্য একাডেমিক পরিবেশ গড়ে তুলতে চাই।’


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!