তিতুমীর কলেজে শহিদ তিতুমীরের স্মরণে আলোচনা সভা

সতিকসাসের আয়োজনে আলোচনা সভা
সতিকসাসের আয়োজনে আলোচনা সভা  © টিডিসি ফটো

১৯৪ বছর আগে ১৮৩১ সালের ১৯ নভেম্বর ব্রিটিশ উপনিবেশবাদ ও জমিদারশাহীর অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে প্রাণ দেন বাংলার এক সাহসী কৃষক নেতা মীর নিসার আলি তিতুমীর। আজ বুধবার (১৯ নভেম্বর) তার সেই আত্মত্যাগ ও শহিদির স্মরণে তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি (সতিকসাস) আয়োজন করে এক আলোচনা সভা।

সকাল ১০টায় সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ। সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহিন। সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন তিতুমীর কলেজ ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক এ. টি. এম. যায়েদ হোসেন।

মুখ্য আলোচক যায়েদ হোসেন বলেন, ‘তিতুমীরকে সাধারণত কৃষক বিদ্রোহের নেতা হিসেবে পরিচিত করা হয়, কিন্তু তার ভূমিকার বিস্তৃতি আরও বড়। তিনি ছিলেন হাফেজে কোরআন, ইসলামী শিক্ষার গভীর অনুসারী এবং একইসঙ্গে লাঠিয়াল বাহিনী গড়ে তোলার ক্ষেত্রে দক্ষ সংগঠক। তার বংশ নিয়ে প্রচলিত ধারণা ভুল, তিনি মীর নন, বরং তার পরিবার দাবি করে তারা সাঈদ বংশের।’

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনাইটেড নেশনসের সিভিল সোসাইটি রিপ্রেজেন্টেটিভ আবুল কাশেম শেখ।


সর্বশেষ সংবাদ