তিতুমীর কলেজে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত পাঠাগার উদ্বোধন

শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত পাঠাগার
শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত পাঠাগার   © টিডিসি ফটো

সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রিমু হোসেনের উদ্যোগে কলেজে 'শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত পাঠাগার' উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১১:৩০ টায় কলেজের পুরাতন বিজ্ঞান ভবনের নিচতলায় এই পাঠাগার উদ্বোধন করা হয়। 

পাঠাগার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরউদ্দিন আহমদ এবং শিক্ষক পরিষদের সম্পাদক এম এম আতিকুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু হুযাইফা রকি, আহ্বায়ক কমিটির সদস্য মেহেদী হাসান চয়ন, আহ্বায়ক কমিটির সদস্য মেহেদী হাসান ইমনসহ কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

এ বিষয়ে ইতিহাস বিভাগের শিক্ষার্থী মো. জাহিদ হাসান বলেন, লাইব্রেরি শুধু বইয়ের ভাণ্ডার নয়, এটি জ্ঞানের ভাণ্ডার। লাইব্রেরি আমাদের চিন্তাভাবনা ও দৃষ্টিভঙ্গিকে বিকশিত করে। যেমন পানি আমাদের তৃষ্ণা মেটায়, তেমনি লাইব্রেরি আমাদের জ্ঞানের তৃষ্ণা মেটায়। আমাদের সবারই উচিত নিয়মিত লাইব্রেরিতে আসা এবং বেশি বেশি বই পড়া। ছোটবেলায় আমি লাইব্রেরি নামে একটি প্রবন্ধ পড়েছিলাম, সেখানে বলা হয়েছিল প্রতিটি ঘরে ঘরে লাইব্রেরি গড়ে তুলতে হবে। তাই এই লাইব্রেরি স্থাপনের জন্য আমি ছাত্রদলকে আন্তরিক ধন্যবাদ জানাই।

পাঠাগার স্থাপনের বিষয়ে কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রিমু হোসেন বলেন, আমরা সবসময় জনকল্যাণমূলক কাজ করার চেষ্টা করি। ক্যাম্পাসে হিংসাত্মক রাজনীতি থেকে সরে এসে আমরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করছি। শিক্ষার্থীদের জ্ঞানকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যেই আজ আমাদের এই উন্মুক্ত পাঠাগার প্রতিষ্ঠা করা হয়েছে। বর্তমানে ছাত্রদল ক্যাম্পাসে ইতিবাচক ও প্রতিযোগিতামূলক রাজনীতিতে বিশ্বাসী। আমরা শিক্ষার্থীদের প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আমরা অতীতেও শিক্ষার্থীদের পাশে ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও থাকব।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমদ বলেন, শিক্ষার্থীরা যেন আরও স্বাধীনভাবে পাঠাভ্যাস গড়ে তুলতে পারে এবং প্রয়োজনীয় পাঠসুবিধা পায় এই উদ্দেশ্যেই শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত পাঠাগার প্রতিষ্ঠা করা হয়েছে বলে মনে করি। আশা করি এটি শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি করতে সহায়ক হবে।

 

 


সর্বশেষ সংবাদ