জাককানইবির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী

বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে শিক্ষক শিক্ষার্থীর একাংশ

বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে শিক্ষক শিক্ষার্থীর একাংশ © হাবিবুল্লাহ আল মারুফ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান এবং ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় চত্বরে এক র‌্যালি বের করা হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত), কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ র‌্যালিতে অংশগ্রহণ করে। র‌্যালিটি প্রশাসন ভবনের সামনে থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় চত্বর প্রদক্ষিণ করেন।

র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় যাঁদের অবদান ছিল তাঁদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

ঢাবি অধ্যাপক আতাউর রহমান বিশ্বাসের ইন্তেকালে উপাচার্যের শোক
  • ০৭ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপে বাংলাদেশ কি ওয়াকওভার দেবে? যা জানালেন আসিফ
  • ০৭ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠান পছন্দ দেওয়ার আগে যে বিষয়গুলো …
  • ০৭ জানুয়ারি ২০২৬
তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির ‘সুপার ফাইভ’ অবাঞ্ছিত…
  • ০৭ জানুয়ারি ২০২৬
মাওলানা ভাসানীর কবর জিয়ারতের মধ্যদিয়ে কর্মসূচি শুরু করবেন ত…
  • ০৭ জানুয়ারি ২০২৬
এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ, দেখুন এখানে
  • ০৭ জানুয়ারি ২০২৬