ফিল্ম 'কার্যক্রম চলমান' শোতে © সংগৃহীত
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার ১০০ দিন উপলক্ষে মুক্তি পেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা কে ইঙ্গিত করে বানানো ফিল্ম 'কার্যক্রম চলমান'।
শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মেইন গেট সংলগ্ন চত্বরে প্রচারিত হয় সাজিদ আব্দুল্লাহকে ট্রিবিউট করে বানানো রুদ্রদা পরিচালিত শর্ট ফিল্ম কার্যক্রম চলমান।
এতে দেখানো হয়েছে, কাল্পনিক চরিত্রের একটি ছেলের লাশ পাওয়া গেলেও তার লাশটি নিয়ে সবাই দ্বিধাদ্বন্দে পড়ে যায়৷ একটি কক্ষের মধ্যে নিহত ব্যক্তির বন্ধুবান্ধব, প্রশাসন, সাংবাদিক সবাইকে আটকে রেখে একটি সিদ্ধান্তে পৌঁছাতে বলা হয় যে এটি কি আসলে হত্যা নাকি আত্মহত্যা তা ঠিক করতে কিন্তু কেউই সিদ্ধান্তে আসতে পারে না। ৩ ঘন্টা সময়ের মধ্যে একে একে নিজেদের মতপার্থক্যের কারণে মারামারিতে সবাই ই একে একে মৃত্যুবরণ করে। সর্বশেষ এই বার্তাই দেওয়া হয় যে, ছাত্র মারা গেলে ছাত্ররা বিচার চায়, শিল্পিরা মারা গেলে শিল্পীরা বিচার চায় কিন্তু মানুষ মারা গেলে কেউই বিচার চায় না।
পরবর্তীতে সাজিদ হত্যার ১০০ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোন আসামি গ্রেফতার না হওয়ায় পরবর্তীতে আগামীকাল 'অন্ধের তদন্ত যাত্রা' শীর্ষক কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীরা।
ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী বোরহান উদ্দিন বলেন, একটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অবস্থা কতটা ভঙ্গুর হলে একটা শিক্ষার্থী খুন হওয়ার ১০০ দিন পেরিয়ে গেলেও নির্লিপ্ত এবং নির্লজ্জ ভাবে সবাই ঘুরে বেড়ায় তা ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে না দেখলে বোঝা যাবে না। প্রশাসনের কাছে গেলেই বলে যে অতিদ্রুত হবে, কিন্তু আমি বুঝিনা প্রশাসন অতিদ্রুত বলতে আসলে কী বোঝায়। আমরা বুঝিনা অস্পষ্ট সিসিটিভি ফুটেজ স্পষ্ট করতে টাকা দেওয়া হয়েছে নাকি টাকা দিয়ে সিসিটিভি ফুটেজ অস্পষ্ট করে রাখা হয়েছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হত্যা হলে ২৪ ঘন্টা, ৪৮ ঘন্টা বা ৭ দিনের মধ্যে খুনিরা গ্রেফতার হলেও সাজিদ হত্যার ১০০ দিন পেরিয়ে গেলেও কিছু হয়না।