শরৎ উৎসবের আয়োজন করল ফেনী ইউনিভার্সিটি

২৩ অক্টোবর ২০২৫, ০১:১৭ AM
শরৎ উৎসবের আয়োজন করল ফেনী ইউনিভার্সিটি 

শরৎ উৎসবের আয়োজন করল ফেনী ইউনিভার্সিটি  © টিডিসি ফটো

ফেনী ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের উদ্যোগে শরৎ উৎসবের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে ইউনিভার্সিটি প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠানে ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবুল কাশেমের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ট্রাস্টি বোর্ডের মেম্বার সেক্রেটারি ডা. এ এস এম টি উল্লাহ চৌধুরী বায়জিদ।

প্রধান অতিথির বক্তব্যে মেম্বার সেক্রেটারি বলেন, বিশ্ববিদ্যালয় শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের স্থান নয়, বরং সাংস্কৃতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার কেন্দ্রও বটে।  কালচারাল ক্লাব যে এমন একটি সৃজনশীল আয়োজন করেছে, তা সত্যিই প্রশংসনীয়। 

সভাপতির বক্তব্য উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে মানবিকতা, সৌন্দর্যবোধ ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত করা—এই ধরনের আয়োজন সেই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শরৎ উৎসব আমাদের সংস্কৃতির এক অংশ। এমন সময়ে কালচারাল ক্লাবের উদ্যোগে এ উৎসব আয়োজন সত্যিই প্রশংসার।

সরেজমিনে দেখা যায়, বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা শরৎ উৎসবকে ঘিরে মোট ১১টি স্টল সাজিয়েছে। এসব স্টলে ছিল খাবার, হস্তশিল্প, ফটো বুথসহ নানা আয়োজন। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

কালচারাল ক্লাবের জয়েন্ট সেক্রেটারি কামরুজ্জামান জেহাদের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ট্রেজারার (ভারপ্রাপ্ত) সোহরাব হোসেন, রেজিস্ট্রার ড. মোহাম্মদ জহিরুল হক, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ হারুন আল রশীদ, আইন অনুষদের (ভারপ্রাপ্ত) ডিন ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আহমদ মাহবুব-উল-আলম, ডেপুটি রেজিস্ট্রার শাহ আলম, প্রক্টর মো. আয়াতুল্লাহ, ছাত্র উপদেষ্টা সুদীপ দাস, কালচারাল ক্লাবের মডারেটর বৃষ্টি দত্তসহ কর্মকর্তা-কর্মচারী, ক্লাবের সদস্য, শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

শেষে, বিকেলে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের পরিবেশনায় গান, নৃত্য, কবিতা আবৃত্তি, নাটিকাসহ নানা পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে তোলে।

জামায়াতের জরুরি বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হলো
  • ১৭ জানুয়ারি ২০২৬
মেয়েকে নিয়ে মায়ের খালে ঝাঁপ, মায়ের বিরুদ্ধে দাদির মামলা
  • ১৭ জানুয়ারি ২০২৬
মধ্যপ্রাচ্যে এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠিয়েছে যুক্তরাষ্ট্র
  • ১৭ জানুয়ারি ২০২৬
ময়মনসিংহে স্বাস্থ্য কর্মকর্তা ও এনসিপি নেতার পাল্টাপাল্টি ম…
  • ১৭ জানুয়ারি ২০২৬
রাবির ‘এ’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখুন …
  • ১৭ জানুয়ারি ২০২৬
৭ কলেজ সমস্যা সমাধানে আমার প্রস্তাব
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9