সিলেট সরকারি কলেজে ছাত্রশিবিরের উদ্যোগে পানির ফিল্টার স্থাপন

০৯ অক্টোবর ২০২৫, ১০:৩২ PM
সিলেট সরকারি কলেজের অনার্স ভবনে ছাত্রশিবিরের উদ্যোগে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন করা হয়েছে

সিলেট সরকারি কলেজের অনার্স ভবনে ছাত্রশিবিরের উদ্যোগে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন করা হয়েছে © টিডিসি

সিলেট সরকারি কলেজের অনার্স ভবনে ছাত্রশিবিরের উদ্যোগে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন করা হয়েছে। শিক্ষার্থীদের চাহিদার পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট সরকারি কলেজ শাখার নেতারা। 
 
আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে অনার্স ভবনের নিচতলায় পানির ফিল্টার স্থাপনের সময় উপস্থিত ছিলেন সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ জেড এম মাঈনুল হোসাইন, সিলেট মহানগর শিবিরের সভাপতি শাহীন আহমদ, সিলেট সরকারি কলেজ শাখার সভাপতি আবু তাহের মিছবাহ, সেক্রেটারি ফাহমিদ আল মাহদীসহ কলেজ শাখা শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা।
 
শাখা ছাত্রশিবিরের সভাপতি আবু তাহের মিছবাহ বলেন, ‘দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা পানির ফিল্টারের জন্য দাবি জানিয়ে আসছিল । আমরা তাদের চাহিদার আলোকে আজ অনার্স ভবনে পানির ফিল্টার স্থাপন করেছি। ভবিষ্যতেও শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে তাদের চাহিদার আলোকে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব।’
 
ছাত্রশিবিরকে ধন্যবাদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ জেড এম মাঈনুল হোসাইন বলেন, ‘এই ফিল্টার স্থাপনের মাধ্যমে আজ একটি দৃষ্টান্ত স্থাপন হলো।  শিক্ষার্থীদের কল্যানের যে ব্যাপারগুলো আছে, সেগুলো নিয়েই ছাত্ররাজনীতি এগিয়ে যাবে, সেটাই আমাদের প্রত্যাশা।’

তিনি আরও বলেন, এ রকম শিক্ষার্থীবান্ধব কার্যক্রমে প্রতিযোগিতা থাকা উচিত। শিক্ষার্থীবান্ধব কাজগুলোই হোক ছাত্ররাজনীতি মূল প্রতিপাদ্য।

এদিকে বিশুদ্ধ পানির ফিল্টার পেয়ে খুশি শিক্ষার্থীরাও। অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী নুরুল মুমতাহিম ইশতিয়াক বলেন, ‘অনার্স ভবনে বিশুদ্ধ পানির খুবই প্রয়োজন ছিল। ছাত্রশিবিরের উদ্যোগে আজকে সেখানে বিশুদ্ধ ফিল্টার স্থাপন করা হয়েছে। আমি তাদের এই শিক্ষার্থীবান্ধব কার্যক্রমের জন্য ধন্যবাদ জানাই। আমি আশা রাখব তারা শিক্ষার্থীদের চাহিদার আলোকে সব সময় শিক্ষার্থীবান্ধ কাজ পরিচালনা করে যাবে।’

জামায়াত আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে আপত্তিকর পোস্ট, …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
শেরপুরের ঘটনার রেশ ধরে ঢাবিতে বিএনপির শীর্ষ নেতার নামে স্লো…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কর্ণফুলীতে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মিরসরাইয়ে এক সপ্তাহে ৭ স্থানে আগুন, রাত জেগে গ্রাম পাহারা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপির এক ব্যবসায়ী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬