ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় © সংগৃহীত
উচ্চশিক্ষার সুযোগ প্রসার ও গবেষণার আধুনিকতর পরিবেশ নিশ্চিত করতে সরকার ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৫’ এর খসড়া প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, জাতীয় পর্যায়ে জ্ঞান ও গবেষণায় অগ্রগতি এবং ঢাকা মহানগরে সরকারি বিশ্ববিদ্যালয়ের সীমাবদ্ধতা বিবেচনায় এ বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। অধ্যাদেশ অনুযায়ী, সাতটি কলেজ ক্যাম্পাসকে চারটি স্কুল যেমন- স্কুল অব সাইন্সেস, স্কুল অব আর্টস এন্ড হিউম্যানিটিজ, স্কুল অব বিজনেস স্টাডিজ এবং স্কুল অব ল এন্ড জাস্টিস এ বিভক্ত করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম পরিচালিত হবে।
স্কুল অব সাইন্সেস: স্কুলটি ঢাকা কলেজ ক্যাম্পাস, ইডেন মহিলা কলেজ ক্যাম্পাস ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসে পরিচালিত হবে। ঢাকা কলেজ ক্যাম্পাসে এপ্লায়েড ম্যাথম্যাটিক্স, জুলোজি, ড্যাটা সাইন্স, বায়োকেমিস্ট্রি ও বায়োটেকনোলজি ডিসিপ্লিন চালু করা যাবে।ইডেন মহিলা কলেজ ক্যাম্পাসে ফিজিক্স, এপ্লায়েড কেমেস্ট্রি, বোটানি, ফরেনসিক সাইন্স ডিসিপ্লিন চালু করা যাবে। বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসে সাইকোলজি, এনভায়রোনমেন্টাল ম্যানেজমেন্ট ডিসিপ্লিন চালু করা যাবে।
স্কুল অব আর্টস এন্ড হিউম্যানিটিজ: স্কুলটি সরকারি বাঙলা কলেজ ক্যাম্পাসে পরিচালিত হবে। সরকারি বাঙলা কলেজ ক্যাম্পাসে জার্নালিজম এন্ড কমিউনিকেশন স্টাডিজ, ডেভেলপমেন্ট স্টাডিজ, ইকোনোমিক্স, ফিল্ম স্টাডিজ, ইন্টারন্যাশনাল পলিটিক্স ডিসিপ্লিন চালু করা যাবে।
স্কুল অব বিজনেস: স্কুলটি সরকারি তিতুমীর কলেজ ক্যাম্পাসে পরিচালিত হবে। সরকারি তিতুমীর কলেজ ক্যাম্পাসে একাউন্টিং, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, হোটেল এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, মার্কেটিং এন্ড সেলস, ব্যাংক এন্ড ইন্সুরেন্স ম্যানেজমেন্ট ডিসিপ্লিন চালু করা যাবে।
স্কুল অব ল এন্ড জাস্টিস: স্কুলটি কবি নজরুল সরকারি কলেজ ক্যাম্পাস ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাসে পরিচালিত হবে। কবি নজরুল সরকারি কলেজ ক্যাম্পাসে ল ডিসিপ্লিন চালু করা যাবে। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাসে ক্রিমিনোলজি ডিসিপ্লিন চালু করা হবে।