অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণ ফি বৃদ্ধি করায় সা’দত কলেজে শিক্ষার্থীদের মানববন্ধন

৩১ আগস্ট ২০২৫, ১০:০২ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৩ PM
কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের মানববন্ধন

কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের মানববন্ধন © টিডিসি

জাতীয় বিশ্ববিদ্যালয় গত ২১ আগস্ট অনার্স ২য় বর্ষ ২০২২-২৩ শিক্ষাবর্ষের ফরম পূরণের এক বিজ্ঞপ্তি প্রকাশ করে। যাতে গত বছরের তুলনায় অধিক ফি ধার্য করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ বিজ্ঞপ্তির পরে কলেজগুলো যখন অন্যান্য ফি সহ ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করে তখন শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠে। সারাদেশে বেশ কয়েকটি কলেজ থেকে শিক্ষার্থীরা অধ্যক্ষের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্মারকলিপি প্রেরণ ও মানববন্ধন করে। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলের সরকারি সা'দত কলেজে শিক্ষার্থীরা মানববন্ধন করেন।

রবিবার (৩১ আগস্ট) সকাল ১০ ঘটিকায় কলেজ ক্যাম্পাসে ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এ মানববন্ধন করেন। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ও পূর্ণ সমর্থন জানিয়ে উপস্থিত ছিলেন সরকারি সা’দত কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. রিমন হাসান, সদস্যসচিব কামরুজ্জামান আকাশ, ছাত্রশিবিরের সভাপতি তরিকুল ইসলাম টুটুল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলার সাবেক সদস্যসচিব আবু আহমেদ শেরশাহ্, সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুনসহ অন্য নেতারা।

সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে ইসলাম শিক্ষা বিভাগের ২য় বর্ষের (২০২২-২৩) শিক্ষার্থী আব্দুল্লাহ হিল কাফি নাহিদ বক্তব্যের শুরুতেই সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘চব্বিশ পরবর্তী বাংলাদেশে আমরা কোনো অন্যায় মেনে নেব না। জাতীয় বিশ্ববিদ্যালয় যে ভুতুড়ে ফরম ফিলাপ আমাদের ওপর চাপিয়ে দিয়েছে তার পরিপ্রেক্ষিতে আমরা আন্দোলন করব যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি আদায় হয়।’

তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে আরও বলেন, ‘শিক্ষা আমাদের অধিকার। যদি এই শিক্ষা আমরা নিতে না পারি তাহলে শিক্ষার্থীরা তাদের অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ সংগ্রাম করতে বাধ্য হবে।’

ইতিহাস বিভাগের ২য় বর্ষের (২০২২-২৩) শিক্ষার্থী শেখ মোহাম্মদ রবিউল বলেন, ‘২০২২-২৩ শিক্ষাবর্ষের ওপর জাতীয় বিশ্ববিদ্যালয় ফরম পূরণের যে টাকা বৃদ্ধি করেছে সেটি আশানুরূপ নয়। হঠাৎ করে কেন্দ্র ফি, ইনকোর্সের ফি বৃদ্ধি করা আশানুরূপ নয়। আমি জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি মহোদয় সহ সকলকে অবগত করতে চাই, আমাদের জন্য আশানুরূপ ফি অর্থাৎ শিক্ষার্থীরা যতটা বহন করতে পারবে সেই অনুযায়ী ফরম পূরণের টাকা ধার্য করা হোক।’

সরকারি সাদত কলেজ ছাত্রশিবিরের সভাপতি তরিকুল ইসলাম টুটুল বলেন, ‘আমরা বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশীল দেশ হিসেবে গড়ে তুলতে চাই। সে জন্য প্রয়োজন সৎ ও যোগ্য নাগরিক। আমরা লক্ষ্য করেছি যে, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় শিক্ষা খাতে কোনো ধরনের নীতি নৈতিকতা ছিল না। বিগত ফ্যাসিস্ট আমলের পর ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর এখন ফ্যাসিস্ট নেই, কিন্তু তারপরও সাধারণ শিক্ষার্থীদের সামর্থের বাইরে গিয়ে যে অতিরিক্ত ফি দিতে হচ্ছে এটি অত্যন্ত দুঃখজনক। আমরা বলতে চাই শিক্ষার্থীরা এ ধরনের অযৌক্তিক কোনো সিদ্ধান্ত কখনো মেনে নেবে না। আপনাদের যেকোনো ধরনের যৌক্তিক সিদ্ধান্তে আমাদের সমর্থন থাকবে। তাই আমাদের ওপর কোনো ধরনের জুলুম করা হলে আমরা সেটা মেনে নেব না। যে ফি কার্যকর করা হয়েছে সেটি আমরা প্রত্যাখ্যান করছি।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলার সাবেক সদস্যসচিব আবু আহমেদ শেরশাহ্ বলেন, ‘আমাদের  শিক্ষার্থীদের ওপর একটি বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা মনে করছি এই বোঝা জুলুমের বোঝা। আমরা বিগত দিনেও দেখেছি যে সরকার ক্ষমতায় থাকেন, যে শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বে থাকেন তারা শিক্ষার্থীদের কথা ভাবে না। তাই আমাদের বারবার রাজপথে নামতে হয়, মানববন্ধন করতে হয় দাবি আদায়ের জন্য। ২য় বর্ষের ফরম পূরণের টাকা পূর্বের তুলনায় অনেকাংশেই বৃদ্ধি পেয়েছে। যা মানার মত নয়। জাতীয় বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয় যেখানে সর্বস্তরের শিক্ষার্থীরা পড়াশোনা করে। প্রত্যেক শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ সরকারকে নিশ্চিত করতে হবে।’

ছাত্রদলের আহ্বায়ক মো. রিমন হাসান শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে একাত্মতা প্রকাশ করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়কে অনার্স দ্বিতীয় বর্ষ ২০২২-২৩ শিক্ষাবর্ষের ফরম ফিলাপ সংক্রান্ত ফি বিবেচনার আহ্বান জানান। শিক্ষার্থীদের দাবি আদায়ে প্রয়োজনে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

বিয়ের এক বছরের মাথায় ভাঙনের মুখে তাহসানের দ্বিতীয় সংসারও
  • ১১ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9