বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বর্ণিল আয়োজনে বাংলা বর্ষবরণ উৎসব

১৪ এপ্রিল ২০১৯, ০৫:৩৬ PM
মঙ্গল শোভাযাত্রার র‌্যালিতে বেরোবি পরিবার।

মঙ্গল শোভাযাত্রার র‌্যালিতে বেরোবি পরিবার। © সাকিব সৌম্য

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) দিনব্যাপী বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে বাংলা বর্ষবরণ উদযাপিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহর নেতৃত্বে বর্ষবরণ উপলক্ষ্যে রবিবার বিশ্ববিদ্যালয়ে সকাল ১০ টায় মঙ্গল শোভাযাত্রা হয়। শোভাযাত্রা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ষবরণ সংগীত অনুষ্ঠিত হয়েছে।

নিজ নিজ বর্ণিল ব্যানারসহ সকল বিভাগরে অংশগ্রহণে মঙ্গল শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় থেকে যাত্রা শুরু করে মর্ডাণ মোড় প্রদক্ষিণ করে আবার ক্যাম্পাসে ফিরে আসে। এরপর বিশ্ববিদ্যালয় মাঠে সকল বিভাগের অংশগ্রহণে দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন উপাচার্য। বৈশাখী মেলা, বাংলা ঢোল নৃত্য, গ্রামীণ খেলাধুলা, বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এদিকে বিভিন্ন প্রকার দেশি পণ্য এবং নানান রকম খাবারের সমারোহে বৈশাখী মেলার বিভিন্ন স্টল সাজানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক আয়োজিত এসকল অনুষ্ঠানে অন্যান্যরে মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল প্রভোস্ট প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, শহীদ মুখতার ইলাহি হল প্রভোস্ট মো. ফেরদৌস রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রভোস্ট তাবিউর রহমান প্রধান এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল (অব:) আবু হেনা মুস্তাফা কামাল।

বেরোবিতে বর্ষবরণ উৎসব। ছবি: সাকিব সৌম্য

অনুষ্ঠানে সমন্বয়ক হিসেবে পহেলা বৈশাখ ১৪২৬ উদযাপন কমিটির আহবায়ক ও পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. মোরশেদ হোসেন এবং সদস্য সচিব ছিলেন ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রধান মো. আতিউর রহমান দায়িত্ব পালন করনে।

দিনব্যাপী বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়ালবডির শিক্ষকবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। বিকালে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণের পর দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করা হবে।

নরওয়েতে উচ্চশিক্ষায় চুয়েট শিক্ষার্থীদের সাফল্য
  • ৩১ জানুয়ারি ২০২৬
পশ্চিমবঙ্গে গুদামে আগুন লেগে ২৮ জনের মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
ফের স্বর্ণের বড় দর পতন, ভরিতে কত?
  • ৩১ জানুয়ারি ২০২৬
আনোয়ারায় আগুনে পুড়েছে তিন বসতঘর
  • ৩১ জানুয়ারি ২০২৬
পিৎজা ডেলিভারির কাজ করেন তরুণ, রাস্তায় দেখে স্কুল বান্ধবীর …
  • ৩১ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সিরাজগঞ্জ ও টাঙ্গাইল সফর আজ
  • ৩১ জানুয়ারি ২০২৬