পহেলা বৈশাখে বেরোবিতে সাইকেল চুরি, আটক ১

১৪ এপ্রিল ২০১৯, ০৫:২৩ PM
আটক সোহাগ

আটক সোহাগ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) পহেলা বৈশাখ উদযাপনের মুহূর্তে সাইকেল চুরির সময় সোহাগ নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি মাস্টার কী (তালা খোলার চাবি) উদ্ধার করা হয়েছে।

জানা যায়, রোববার বেলা ১১টায় পহেলা বৈশাখ উদযাপনের সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদেও ব্যস্ততার সুয়োগ নিয়ে সোহাগ নামের এক ব্যক্তি চুরির উদ্দেশ্যে ১নং শিক্ষক ডরমেটরিতে প্রবেশ করে। এ সময় শিক্ষক ডরমেটরিতে থাকা ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক আজিজুর রহমান সোহাগকে সন্দেহ করেন এবং কোথায় যাবেন জিজ্ঞাসা করেন? সোহাগ বিপ্লব নামের এক শিক্ষকের কথা বলে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে এ নামে কোন শিক্ষক না থাকায় আজিজুর রহমানের মনে সন্দেহ হয় এবং পরে এক কর্মচারীকে দিয়ে সোহাগের পকেট সার্চ করলে একটি চাবি পাওয়া যায়। এতে সন্দেহ আরো প্রবল হলে তাকে বিশ্ববিদ্যালয় পুলিশের হাতে তুলে দেন।

বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রক্টর মুহাম্মদ শামসুজ্জামান জানান, সন্দেহভাজন হওয়ায় এক ব্যাক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে, অভিযোগ প্রমাণিত হলে কার্যকরি ব্যবস্থা নেয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মুহিব্বুল ইসলাম বলেন, চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে ও তার কাছ থেকে একটি চাবি পাওয়া গেছে। আরো জিজ্ঞাসাবাদ চলছে। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

নরওয়েতে উচ্চশিক্ষায় চুয়েট শিক্ষার্থীদের সাফল্য
  • ৩১ জানুয়ারি ২০২৬
পশ্চিমবঙ্গে গুদামে আগুন লেগে ২৮ জনের মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
ফের স্বর্ণের বড় দর পতন, ভরিতে কত?
  • ৩১ জানুয়ারি ২০২৬
আনোয়ারায় আগুনে পুড়েছে তিন বসতঘর
  • ৩১ জানুয়ারি ২০২৬
পিৎজা ডেলিভারির কাজ করেন তরুণ, রাস্তায় দেখে স্কুল বান্ধবীর …
  • ৩১ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সিরাজগঞ্জ ও টাঙ্গাইল সফর আজ
  • ৩১ জানুয়ারি ২০২৬