ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কুবিতে আলোচনা সভা 

০৫ আগস্ট ২০২৫, ০৫:১১ PM , আপডেট: ০৫ আগস্ট ২০২৫, ০৯:৩৭ PM
আলোচনা সভা

আলোচনা সভা © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি ও ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস-২০২৫’ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়াও সেমিনার‚ মিলাদ‚ র‍্যালি‚ চিত্র ও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান‚ প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম ও রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসাইন।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান বলেন‚ ‘৫ আগস্টের পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করেছি মানুষ সকাল-বিকাল নিজের মূল্যবান মতামত প্রকাশ করতে পারছে। বলতে পারছে যে আগামী দিনের এই কাজে আমি থাকব কি থাকব না। কিন্তু ৫ আগস্টের আগে এমন মতামত প্রকাশ করতে গিয়ে একশবার টাইপ করে আবার ডিলিট করতে হয়েছে, নিজের মতামত প্রকাশ করতে পারেনি। ৫ আগস্ট পরবর্তী সময়ে নিজের মতামত এবং অবস্থান জানানোর জন্য, নতুন করে স্বপ্ন দেখা এবং তা বাস্তবায়নের জন্য এই যে প্লাটফর্মগুলো দাঁড়িয়েছে এগুলোকে ধারণ করতে হবে। আলোচনার মাধ্যমে আমাদের ভুল-ত্রুটিগুলো শোধরাতে হবে। একতা, সততা এবং নিয়মানুবর্তিতার মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে।’

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন‚ ‘৫ই আগস্ট একটা স্মরণীয় দিন। এ ধরনের একটা দিন আসতে শত বছর অপেক্ষা করতে হয়। শত বছর লাগে এমন এক সন্ধিক্ষণে পৌঁছাতে। সবাই এক কাতারে এসে দাঁড়িয়েছিল। এই শক্তি গত বছর বাধ্য করেছিল চরম এক স্বৈরশাসককে দেশ ছেড়ে পালাতে। দুঃখজনক হলেও সত্য— মাথাটা পালিয়ে গেছে, বডিটা এখনো আছে। এই বডির জ্বালাতন‚ যন্ত্রণা প্রতি পদে পদে আমাদের ভোগ করতে হচ্ছে। মন্ত্রণালয়ে দুর্নীতি একটুও কমেনি। যারা যে টেবিলে বসা ছিল তারা সেই টেবিলেই আছে।’ 

তিনি আরও বলেন‚ ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে গোপনে দুর্নীতি চলছে আমরা তা বুঝতে পারছি‚ কিন্তু ধরতে পারছি না। আমি সকলের সহযোগিতা নিয়ে চেষ্টা করব, সারাদেশে না পারলেও যতদিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আছি, ততদিন এই বিশ্ববিদ্যালয় থেকে দুর্নীতির মূলোৎপাটন করব ইনশাআল্লাহ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশে আমি বলব, শিক্ষকরা চাইলে একটি বিশ্ববিদ্যালয়ের কালচার বদলে দিতে পারেন এবং সেটিকে একটি মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে পারেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয় অচিরেই অগ্রগতির পথে এগিয়ে যাবে। বর্তমানে এটি দ্বিতীয় গ্রেডে অবস্থান করছে। কিন্তু খুব শিগগিরই আমরা প্রথম গ্রেডে উন্নীত হব। এই লক্ষ্য অর্জনে শিক্ষক, শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন‚ ‘জুলাই আন্দোলন শুধু একটি তারিখ নয়, এটি সাম্য, ন্যায়বিচার ও গণতন্ত্রের প্রতীক। এই আন্দোলন আমাদের শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই একজন সচেতন নাগরিকের কর্তব্য। আমরা একটি স্বৈরশাসককে বিদায় করতে পেরেছি, কিন্তু স্বৈরাচারী আচরণ কি দূর করতে পেরেছি? জুলাই অভ্যুত্থানের অন্যতম শক্তি ছিল তারুণ্য। সেই তারুণ্যকে ধারণ করতে না পারলে আন্দোলনের প্রকৃত চেতনা ধরে রাখা সম্ভব নয়। শিক্ষার্থীরা যেন নৈতিকতা, মানবিকতা ও সাম্যের মূল্যবোধে গড়ে ওঠে এটাই মূল লক্ষ্য হওয়া উচিত।’

এ ছাড়াও‚ অনুষ্ঠানে জুলাইয়ে আহত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

গ্রিনল্যান্ড ইস্যুতে মুখোমুখি যুক্তরাষ্ট্র ও ইউরোপ
  • ১৮ জানুয়ারি ২০২৬
আইএসইউতে শিক্ষা ও গবেষণা নিয়ে জাপান-বাংলাদেশ অভিজ্ঞতা বিনিময়
  • ১৮ জানুয়ারি ২০২৬
জুনিয়র এক্সিকিউটিভ নেবে আখতার গ্রুপ, নিয়োগ ঢাকাসহ ৪ জেলায়
  • ১৮ জানুয়ারি ২০২৬
শাকসুর প্রজ্ঞাপন প্রত্যাহারসহ তিন দাবিতে ইসি ভবন ঘেরাও ছাত্…
  • ১৮ জানুয়ারি ২০২৬
গাইবান্ধায় ২০ বস্তা রাসায়নিক সার জব্দ
  • ১৮ জানুয়ারি ২০২৬
পরাজয় সহ্য করতে না পেরে ছাত্র সংসদ নির্বাচন পেছাতে ইসি ঘেরা…
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9