ক্যাম্পাস সংস্কার ও সাজিদের মৃত্যুর তদন্তের দাবিতে ইবি ছাত্রশিবিরের বিক্ষোভ 

০২ আগস্ট ২০২৫, ০৪:৩৩ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৮:০৬ AM
বিক্ষোভ মিছিল

বিক্ষোভ মিছিল © টিডিসি ফটো

নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণ, আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত এবং জুলাই বিপ্লবের আলোকে ক্যাম্পাস সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির।

শনিবার (২ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে একটি মিছিল বের করে ছাত্রশিবিরের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। 

এ সময় তারা ‌‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’; ‘যদি না হয় সংস্কার, এই প্রশাসন কি দরকার’; ‘পুকুরে লাশ কেন, প্রশাসন জবাব চাই’; ‘সাজিদ হত্যার তদন্ত, করতে হবে করতে হবে’; ‘অনলাইন পেমেন্ট চালু কর, ভোগান্তি দূর কর’; ‘কর্মকর্তা জমিদার, লাঞ্চ করতে দিন পার’, ‘ইবিতে ছাত্রসংসদ, চালু কর করতে হবে’, ‘ইকসু নিয়ে টালবাহানা, আর না আর না’ ইত্যাদি স্লোগান দেন।

এ ছাড়া তাদের হাতে হল ডাইনিং ও ক্যাফেটেরিয়ার পানি ও খাবারের মান নিশ্চিত করতে হবে, স্বৈরশাসনের সময় বর্ধিত ও অযৌক্তিক ফি কমাতে হবে, গবেষণায় বরাদ্দ বৃদ্ধি করতে হবে, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে হবে, ওয়ালিউল্লাহ ও আল মুকাদ্দাস ভাইয়ের সন্ধান চাই ইত্যাদি প্ল্যাকার্ড দেখা যায়। 

মিছিল পরবর্তী সমাবেশে ইবি শিবিরের সেক্রেটারি ইউসুফ আলী বলেন, ‘জুলাই আন্দোলনের ১ বছর পেরিয়ে গেলেও তেমন কোন সংস্কার লক্ষ্য করিনি। এখনো ফ্যাসিবাদিরা বুক ফুলিয়ে চলছে। ক্যাম্পাসের কোন মৌলিক সংস্কার আমরা দেখতে পাই নাই, শিক্ষার্থীদের অধিকার আদায় করা না হলেও আমার ভাইয়ের লাশ আমরা দেখেছি। প্রশাসনকে বলতে চাই, সময় থাকতে সাবধান হয়ে যান। ক্যাম্পাস নিয়ে ভাবুন, ক্যাম্পাসের সংস্কার করুন, ফ্যাসিবাদ নির্মূল করুন। নইলে ইসলামী ছাত্রশিবির ছাত্রজনতা নিয়ে আপনাদের মসনদ তছনছ করে দিবে।’ 

শাখা ছাত্রশিবির সভাপতি মাহমুদুল হাসান বলেন, ‘জুলাইয়ে একটা বিপ্লবের মধ্যে দিয়ে একটা রেজিমের পতন হয়েছে। অথচ বিশ্ববিদ্যালয়ে উল্লেখযোগ্য কোন সংস্কার আমাদের চোখে পড়ে নাই। আমরা ভেবেছিলাম জুলাইয়ের পর আমাদের আর নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না, আমরা কথা বলার অধিকার পাব, শিক্ষার্থীরা সনদ তুলতে গিয়ে ভোগান্তির শিকার হবে না, নাপা কেন্দ্র খ্যাত চিকিৎসা কেন্দ্রকে সংস্কার করা হবে। ভেবেছিলাম ওয়ালিউল্লাহ মুকাদ্দাস ভাইকে ফেরত দেওয়া হবে। কিন্তু প্রশাসন এখন পর্যন্ত এটা করতে পারে নাই। এমনকি দৃশ্যমান কোন পদক্ষেপও গ্রহণ করে নাই। প্রশাসন এর মধ্য দিয়ে জুলাই বিপ্লবকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘ক্যাম্পাস কতটা অনিরাপদ হলে আমাদের লাশ পুকুরে পাওয়া যায় এবং এটার কোন সিসিটিভি ফুটেজ বা কোন নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত এখন পর্যন্ত প্রশাসন দিতে পারে নাই। আমরা কীভাবে বলব ক্যাম্পাস শিক্ষার্থীদের জন্য নিরাপদ? প্রশাসন হয়ত ভাবছে শিক্ষার্থীদের জন্য অনেক কাজ করে ফেলেছে। কিন্তু আপনাদের যদি কোন ইন্টিলিজেন্স থাকে তাহলে শিক্ষার্থীদের মধ্যে জরিপ করে দেখবেন, আপনারা পাশ মার্ক পাবেন না। আমরা বলতেই পারি এই প্রশাসন ব্যর্থ হয়েছে। এখনো সময় আছে, বিশ্ববিদ্যালয় নিয়ে ভাবুন, ক্যাম্পাস সংস্কারে কাজ করুন। যদি তা না করেন তাহলে আমরা আসসালামু আলাইকুম বলতে বাধ্য হব। শিক্ষার্থীদের স্বার্থ বিসর্জন দিয়ে প্রশাসনকে কোন সহযোগিতা হতে পারে না।’ 

 

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্…
  • ২০ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সঙ্গে ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • ২০ জানুয়ারি ২০২৬
শুধু দল নয়, দেশের মানুষ থেকে মন্ত্রী বানাব: ডা. তাহের
  • ২০ জানুয়ারি ২০২৬
রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে গাঁজা ও বিদেশি মদসহ নারী গ্রেপ্ত…
  • ২০ জানুয়ারি ২০২৬
রাবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ কবে, জানালেন ডিন
  • ২০ জানুয়ারি ২০২৬
বিইউপির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9