জুলাই শহীদদের স্মরণে গোবিপ্রবিতে তিন দিনব্যাপী বিনামূল্যে হেলথ ক্যাম্প

২৫ জুলাই ২০২৫, ০৩:৫০ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ০৯:০৯ PM
জুলাই শহীদদের স্মরণে গোবিপ্রবিতে বিনামূল্যে হেল্থ ক্যাম্প

জুলাই শহীদদের স্মরণে গোবিপ্রবিতে বিনামূল্যে হেল্থ ক্যাম্প © সংগৃহীত

জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) শুরু হয়েছে তিন দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প। আজ শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে হেল্থ ক্যাম্পের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এবং সোসাইটি ফর এসিস্ট্যান্স টু হিয়ারিং ইমপেয়ার্ড চিলড্রেন (SAHIC)-এর সহযোগিতায় আয়োজিত এই হেল্থ ক্যাম্পটি জুলাই বিপ্লবের প্রথম বার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছে।

ক্যাম্পটির প্রথম দিন আজ ২৫ জুলাই সকাল থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে। পরবর্তী ধাপে আরও দুইদিন, অর্থাৎ ২৯ ও ৩০ জুলাই দ্বিতীয় ধাপে ক্যাম্প অনুষ্ঠিত হবে।

এই ক্যাম্পে ঢাকা থেকে আগত বাংলাদেশ লাং ফাউন্ডেশনের ৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ, রোগ নির্ণয়, ব্যবস্থাপত্র প্রদান এবং প্রাথমিক কিছু ওষুধ সরবরাহ করছেন।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন,জুলাই বিপ্লব আমাদের আত্মত্যাগ, অধিকার ও ন্যায়ের আন্দোলনের প্রতীক। সেই বিপ্লবের শহিদদের স্মরণে আমাদের এই ক্ষুদ্র আয়োজন। স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার, আর আমরা চাই আমাদের বিশ্ববিদ্যালয় পরিবার নিয়মিত ও সময়োপযোগী স্বাস্থ্যসেবা পেয়ে সচেতন থাকুক। এই ক্যাম্পে যারা সেবা দিচ্ছেন, তারা প্রত্যেকেই অভিজ্ঞ ও স্বনামধন্য চিকিৎসক।

তিনি আরও জানান, এই হেল্থ ক্যাম্পে মূলত উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, শ্বাসকষ্টসহ বিভিন্ন সাধারণ ও জটিল রোগ শনাক্ত করা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থাপত্র ছাড়াও কিছু প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে অংশগ্রহণকারীদের মাঝে। ভবিষ্যতে এমন স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম আরও ব্যাপকভাবে আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, জুলাই বিপ্লবের প্রেক্ষাপটে গোবিপ্রবির শিক্ষার্থীদের আত্মত্যাগ ও আন্দোলনের স্মৃতি আজও শিক্ষাঙ্গনে গর্ব ও অনুপ্রেরণার উৎস হয়ে আছে। সেই স্মৃতিকে ধারণ করেই এবারের এই মানবিক আয়োজন বিশ্ববিদ্যালয়ের এক ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে প্রশংসা কুড়িয়েছে।

কর্নেল অলিকে প্রধান আসামি করে সাতকানিয়া থানায় এজাহার
  • ১৪ জানুয়ারি ২০২৬
জাকসু নির্বাচনী দায়িত্বপালনকালে প্রয়াত শিক্ষিকার নামে জাবির…
  • ১৪ জানুয়ারি ২০২৬
বুয়েটের নামে খোলা ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে কর্তৃপক্ষের সতর্কতা
  • ১৪ জানুয়ারি ২০২৬
জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল হামলার অভিযোগ
  • ১৪ জানুয়ারি ২০২৬
১১ দলের সংবাদ সম্মেলনে কি ইসলামী আন্দোলন আসছে, যা বললেন জাম…
  • ১৪ জানুয়ারি ২০২৬
চবির ‘সি’ ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
  • ১৪ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9