চবিতে খাতা পুনর্মূল্যায়নের অধিকার নিশ্চিত করা হয়েছে: উপাচার্য

২৩ জুলাই ২০২৫, ০৭:১৪ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০৩:২৯ PM
চবি ভিসি

চবি ভিসি © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহইয়া আখতার জানিয়েছেন, অ্যাকাডেমিক কাউন্সিলের তীব্র বিরোধিতা থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়নের অধিকার নিশ্চিত করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের কনফারেন্স রুমে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন উপাচার্য।

তিনি বলেন, ‘খাতা পুনর্মূল্যায়নের বিষয়ে কেউ আমাদের কাছে সরাসরি দাবি জানায়নি, এমনকি কোনো মানববন্ধনও হয়নি। কিন্তু সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

জুলাইয়ের গণঅভ্যুত্থান প্রসঙ্গে উপাচার্য বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা সেখানে অসামান্য অবদান রেখেছে। তাদের মাধ্যমে আমরা দেশ গড়ার এক নতুন সুযোগ পেয়েছি। ১৯৭১ সালে যেমন একটি ঐতিহাসিক সুযোগ এসেছিল, কিন্তু দুর্নীতি, লুটপাট ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তা একটি বিশেষ গোষ্ঠীর হাতে কুক্ষিগত হয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘বহু বছর পর ২০২৪ সালে, অকুতোভয় ছাত্রসমাজ আবার ফ্যাসিবাদের হাত থেকে দেশকে মুক্ত করেছে এবং একটি নতুন স্বাধীনতার সূচনা করেছে। এই সুযোগ আমাদের সামনে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার দ্বার খুলে দিয়েছে। তবে যদি আমরা এই সুযোগ হারাই, তাহলে জাতিকে তার চরম মূল্য দিতে হবে।’

শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে উপাচার্য বলেন, ‘ভালো শিক্ষক ছাড়া কোনো বিশ্ববিদ্যালয় সফল হতে পারে না। অথচ এতদিন আমরা কেবল ভাইবা নিয়েই শিক্ষক নিয়োগ দিয়েছি, যা গ্রহণযোগ্য নয়। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগেও তিন স্তরের পরীক্ষা দিতে হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগেও তাই করা হবে।’

তিনি বলেন, ‘আমরা এখন থেকে লিখিত পরীক্ষা, ভাইভা ও প্রেজেন্টেশন নেবো। সবকিছু রেকর্ড করা হবে এবং প্রতিটি ধাপে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যোগফল করে যে সর্বোচ্চ নম্বর পাবে, তাকেই নিয়োগ দেওয়া হবে।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. আ. ন. ম. আব্দুল মাবুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ কামাল উদ্দিন এবং কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শাহীন ইকবাল খান।

গণতন্ত্রের পথকে বাধাগ্রস্ত করতে কেউ কেউ বিতর্ক সৃষ্টি করছে
  • ১৭ জানুয়ারি ২০২৬
এসএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন শেষ ২০ জানুয়ারি
  • ১৭ জানুয়ারি ২০২৬
নেত্রকোনা-৪ আসনে প্রার্থিতা প্রত্যাহার করলেন বাবরের স্ত্রী
  • ১৭ জানুয়ারি ২০২৬
এআইইউবি পরিদর্শন করেছে যুক্তরাজ্যের বার্মিংহাম সিটি ইউনিভার…
  • ১৭ জানুয়ারি ২০২৬
‘পাহাড়ের খেলোয়াড়দের সঠিক নার্সিং হলে জাতীয়-আন্তর্জাতিক পর্য…
  • ১৭ জানুয়ারি ২০২৬
ঢাকার বিদায়ে নিশ্চিত হলো প্লে-অফের ৪ দল
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9