চাকরি থেকে পলায়ন, কুবির সাবেক ছাত্রলীগ নেতাকে চাকরিচ্যুত
- কুবি প্রতিনিধি
- প্রকাশ: ৩০ জুন ২০২৫, ০৫:০৫ PM , আপডেট: ০২ জুলাই ২০২৫, ০৯:০৮ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ ও সেকশন অফিসার সম্পাদক রেজাউল ইসলাম মাজেদকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। দীর্ঘদিন চাকরি থেকে পলায়ন থাকার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আজ সোমবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ১০৪তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়ের এক সিন্ডিকেট সদস্য নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ১৬ জুলাইয়ের পর থেকে কর্মক্ষেত্রে অনুপস্থিতির জবাব চেয়ে গত ২৩ অক্টোবর নোটিশ দেওয়া হয়। ১০ কার্যদিবসের মধ্যে নোটিশের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু কর্মকর্তা মাজেদ জবাব না দিলে গত ৩ নভেম্বর আবারো কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। সেটারও কোন জবাব পায়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে দীর্ঘদিন চাকরিতে অনুপস্থিত থাকার প্রায় ৬ মাস পর গত ৫ ফেব্রুয়ারি বেতন ভাতা বন্ধ করে দেয় বিশ্ববিদ্যালয়। বিভাগীয় মামলা শেষে আজ সিন্ডিকেট সভায় চাকরিচ্যুতের সিদ্ধান্ত নেয় প্রশাসন।
উল্লেখ্য, রেজাউল ইসলাম মাজেদ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তীতে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক শাখায় কর্মকর্তা হিসেবে নিয়োগ পান। তবে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় তাঁর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি ওঠে।